জ্যোতিষমতে শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষমতে শনিদেব একা এমন গ্রহ যা সবচেয়ে ধীর গতিতে চলে থাജকেন। এꦬক রাশিতে শনিদেব প্রায় আড়াই বছর ধরে থাকেন। ফলে পুরো রাশিচক্র শেষ করতে শনিদেবের পুরো ৩০ বছর লেগে যায়। যার ফলে শনিদেবের চলনের প্রভাব সব রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে। বর্তমানে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশিতে রয়েছেন। আর সেখানে তিনি পঞ্চ মহাপুরুষের মধ্যে তৈরি করতে চলেছেন শশ রাজযোগ। এই শশ রাজযোগ ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত থাকবে। দেখা যাক, তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন।
বৃষ
এই যোগের ফলে হঠাৎ করে হাতে আসবে টাকা। চারিদিক থেকে খুবই লাভ মিলবে। জীবনে খুশি আনন্দ আসতে থাকবে। হঠাৎ ধনলাভের যোগ তৈরি হবে। সম্পত্তি, গাড▨়ি, বাড়ির সুখ এই সময় আপনার ভাগ্যে আসবে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার রোজগারে ব্যাপক লাভ বাড়⛄তে পারে। আপনি সঞ্চয় করতে সফল হবেন।
তুলা
পদ প্রতিষ্ঠা হবে এই সময়। আপনার রাশিতে পঞ্চমস্থানে অবস্থান করছেন শনি। এই সময় মান সম্মান বা💟ড়বে। চাকরিরতদের নানান দিক থেকে পদোন্নতি হবে। যাঁরা চাকরি বদলের সুযোগ খুঁজছেন তাঁরা তা পাবেন। ২০২৫ সালের মার্চের মধ্যে চাকরি বদলে ফেলতে পারেন। বেতন বৃদ্ধি হতে পারে। ছাত্রদের ꦆজন্য সময় খুবই ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন অনেকে।
ধনু
খানিকটা লড়াই সামনে রয়েছে। তবে পরে সেই লড়াই থেকে পাবেন মুক্তি। কর্মক্ষেত্রে যে সমস্যা নানান দিক থেকে চলে আসছে, তা থেকে আপনি পাবেন মুক্তি। 𝓰বিদেশ যাওয়ার স্বপ্ন পূর𝔉ণ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে এই সময়। বিয়ের কথায় অবিবাহিতদের জীবনে যদি বারবার বাধা আসে, তাহলে তা কেটে যাবে।
মকর
শশযোগ আপনার জন্য লাভকারী হবে। যাঁরা কঠোর পরিশ্রম করছেন, তাঁরা পাবেন লাভ। যাঁরা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন, ত🌺াঁরা পাবেন লাভ। এর সঙ্গেই বহু ধরনের ইচ্ছা পূরꦍণ হবে। অবিবাহিতদের জীবনে বিয়ের বাধা কেটে যাবে।
(এই প𒈔্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)  ❀;