তৃণমূল এবার ৬টি কেন্দ্রেই জয় পেয়েছে। কিন্তু মাদারিহাট যেন তৃণমূলকে বাড়তি আনন্দ দিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ🐭্ছি, প্রথমবার এই কেন্দ্রে আমাদের জেতানো🌊র জন্য।
মাদারিহাট। বাংলায় ক্ষমতায় আসার পর থেকে এই বিধানসভা কেন্দ্রে কিছুতেই খাতা খুলতে পারত না তৃণমূল। নানাভাবে চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু কিছুতেই কিছু হচ্🌠ছিল না। তবে এবারের উপনির্বাচন যেন সব কিছুকে একেবারে ওলটপালট করে দিল। মাদারিহাট হাতছাড়়া হল বিজেপির। এই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৩৪.৮৩ শতাংশ ভোট। গত লোকসভা ভোটের তুলনায় বিজেপি এবার ১৫ শতাংশ কম ভোট পেয়েছে। এই কেন্দ্রে পরাজয় বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির।
আর তার থেকেও এখন বিজেপির কাছে অস্বস্তির হলেন জন বার্লা। একসময়ে তিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির কাছে চোখের মণি। মাদারিহাটে 💞বিজেপিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে রাখার পেছনে আদিবাসী বিকাশ পরিষদের এই প্রাক্তন নেতা জন বার্লার ভূমিকা ছিল কিছু কম ছিল না। একদিকে জন বার্লা আর অপরদিকে মনোজ টিগ্গা। দুই🌌 জোড়া নেতার সামনে দাঁড়াতে পারত না তৃণমূল। কিন্তু গত লোকসভা ভোটে টিকিট পাননি জন বার্লা। তারপর থেকেই বিক্ষুব্ধ হয়ে যান তিনি। আর এবার তো একেবারে ভোটের আগে তাঁকে তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথাও শোনা গিয়েছিল।