♏ লখনউ সুপার জায়ান্টসের (LSG) নতুন অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের দায়িত্ব গ্রহণের মঞ্চ প্রস্তুত ছিল। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং দলের পরামর্শদাতা তথা ভারতের প্রাক্তন পেসার জাহির খান। এই অনুষ্ঠানটি ছিল পন্তের নতুন দলে যোগদানের সেলিব্রেশনের। কারণ, তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নিলামে বিক্রি হয়েছিলেন।
🅘তবে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়েছিল, কারণ পন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি দেরিতে পৌঁছান। তাঁর দেরির সঠিক কারণ জানা না গেলেও, সঞ্জীব গোয়েঙ্কা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।
আরও পড়ুন… ꦕISL 2024-25: মহমেডান কর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল! বড় সমস্যার সামনে সাদা কালো ব্রিগেড
LSG-র নতুন অধিনায়ক পন্ত
🐼আর দেরি না করে গোয়েঙ্কা পন্তকে LSG জার্সি প্রদান করেন এবং তাকে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। এরপর পন্ত আশ্বাস দেন যে, এই দলের জন্য তিনি নিজের ২০০ শতাংশ উজাড় করে দেবেন। সাংবাদিকদের পন্ত, ‘আমি আমার ২০০ শতাংশ দেব। এটাই আমার প্রতিশ্রুতি। আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করব দল মালিকের বিশ্বাসের প্রতিদান দিতে। নতুন সূচনা, নতুন উদ্যম ও নতুন শক্তি নিয়ে আমি মাঠে নামতে মুখিয়ে আছি এবং দলকে আনন্দ দিতে চাই।’
𝓀সঞ্জীব গোয়েঙ্কাও তার ভাষণে বলেন, ‘আমরা নতুন আশা, লক্ষ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতুন আত্মবিশ্বাস নিয়ে শুরু করছি। আমি আপনাদের কাছে আমাদের নতুন অধিনায়ক ঋষভ পন্তকে পরিচয় করিয়ে দিতে চাই।’
আরও পড়ুন… ✤BCCI-এর কঠোর আচরণবিধি দেখে অবাক ইয়ান হিলি! অন্যান্য দলকে সতর্ক করলেন প্রাক্তন অজি তারকা
সবচেয়ে দামি খেলোয়াড় পন্ত কি LSG-কে এগিয়ে নিয়ে যেতে পারবেন?
🧔এই অধিনায়কত্ব পন্তের দ্বিতীয় আইপিএল নেতৃত্বের অভিজ্ঞতা। এর আগে দিল্লি ক্যাপিটালসের (DC) অধিনায়ক ছিলেন তিনি। তবে সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অধিনায়কত্ব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায়, শেষ পর্যন্ত তিনি DC-র রিটেনশন পরিকল্পনায় থাকেননি এবং নিলামে ফিরে আসেন।
♈LSG পন্তকে অধিনায়ক করার জন্য নিকোলাস পুরানের চেয়ে এগিয়ে রাখে। কারণ, আগের অধিনায়ক কেএল রাহুলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিলামের আগে LSG নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই ও আয়ুষ বাদোনিকে ধরে রেখেছিল।
আরও পড়ুন… ꦬIND vs ENG: ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই ECB-র বড় পদক্ষেপ! ব্রুককে দেওয়া হল বড় দায়িত্ব
রাহুলের প্রতি ইঙ্গিত?
ꦆনিলামের পর সঞ্জীব গোয়েঙ্কা এক মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, ‘আমরা এমন খেলোয়াড় চাই যারা নিজেদের ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের স্বার্থকে আগে রাখবে।’ অনেকেই মনে করছেন, এটি রাহুলের প্রতি একটি পরোক্ষ খোঁচা ছিল, কারণ তিনি অনেক সময় ধীরগতির ইনিংস খেলতেন।
দল নিয়ে আশাবাদী পন্ত
ꦡনতুন দল সম্পর্কে পন্ত বলেন, ‘দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের ভালো সংমিশ্রণ রয়েছে। আমরা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে যেতে চাই। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।’ নিলামে LSG পন্তকে দলে নেওয়ার জন্য সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতা করেছিল। প্রথমে তারা ২০.৭৫ কোটি টাকা পর্যন্ত বিড করলেও, শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের 'রাইট-টু-ম্যাচ' কার্ডকে টপকাতে ২৭ কোটি দেয়। এখন দেখার বিষয়, সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পন্ত LSG-কে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।