কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল কালিয়াচক থানার পুলিশ এই খুনে ঘটনায় গ্রেফতার করে 'মূল অভিযুক্ত' হিসেবে চিহ্নিত জাকির শেখকে। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কালিয়াচকের নওদা যদুপুরের দাড়িয়াপুর মোমিনপাড়া এলাকায় হামলা চালানো হয়েছিল তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ কয়েকজনের ওপরে। সেই ঘটনায় নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী হাসান শেখকে। এতে জখম হন বকুল এবং তাঁর ভাই তথা তৃণমূল নেতা এসারুদ্দিনও। তাঁরা দুজনেই এখনও চিকিৎসাধীন। এই আবহে তদন্তে নেমে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছিল এর আগে। আর এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত জাকির। তাঁকে ধরতে স্নিফার ডগ নামানো হয়, আকাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত এই জাকির। এই জাকির নিজেও তৃণমূল কর্মী। (আরও পড়ুন: RG Kar Doctor Rape-Murder Case Verdict LIVE: আজ রায়দান আরজি কর মামল🐬ায়, চিকিৎসক ধর্ষণ-খুꦉনে কি ফাঁসি হবে সঞ্জয় রায়ের?)