ফের করꦺ্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, এবার প্রসূতি মৃত্যু কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১২জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্য়ে ৬জন পিজিটি রয়েছেন। এই জুনিয়𝓡র ডাক্তারদের কেন সাসপেন্ড করা হল এই প্রশ্ন তুলে এবার কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সকাল থেকে ওই হাসপাতালের সমস্ত বিভাগে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে নামবেন বলে জানানো হয়েছে।
তবে বৃহস্পতিবার রাত থেকেই স্ত্রীরোগ ও অ্যানাস্থেশিয়া বিভাগে জুনিয়র ডাক্তাররা কর্♎মবিরতি শুরু করেছেন বলে খবর। তাঁদের দাবি কেন স্য়ালাইন কাণ্ডে ৬জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হল? এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
হাসপাতালের সুপার, আরএমও সহ সব মিলিয়ে ১২জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তও চলবে। তার মধ্য়ে ৬জন রয়েছেন꧟ জুনিয়র চিকিৎসক। সূত্রের খবর, এই সাসপেন্ডের খবর ছড়িয়ে পড়তেই মিটিংয়ে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর রাতে তাঁরা মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষকে চিঠি দিয়ে কর্মবিরতির সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
সরকার যতক্ষণ না সাসপেন্ডের নির্দেশ প্রত্যাহার করছেন ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে⛎ কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে এই কর্মবিরতির জেরে মেদিনীপুর মেডিক্যালে শুক্রবার থেকেই চিকিৎসা পরিষেবায় সমস্যা হতে পারে বলে মন করা হচ্ছে।
সূত্রের খবর, সাসপেন্ড হওয়ার পরে এফআইআরও দা🍃য়ের করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে প্রসূতি মৃত্যু কাণ্ডে কার্যত এবার চিকিৎসকদের একাংশকে নিশানাꦬ করেছে নবান্ন। সাসপেন্ড হওয়া চিকিৎসকদের নামও উল্লেখ করে দিয়েছেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী। এবার সেই সাসপেন্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের রেশ কোথায় যায় সেটাই এখন দেখার।
প্রসঙ্গত এর আগে আরজি কর কাণ্ডে দিনের পর দিন ধরে কর্মবিরতিতে গিয়েছিলেন জুনিয়র ডဣাক্তাররা। ফের কর্মবিরতি।
কী বলেছিলেন মুখ্য়মন্ত্রী?
মুখ্যমন্ত্রী বা📖র বার নবান্ন থেকে চিকিৎসকদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, একজন তো শোনা গেছে, তিনি নাকি ওখানে বসে আরও তিনটি জায়গায় অপারেশন করেছেন।
প্রসূতি মৃত্যু কাণ্ডে মুখ খুললেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন, ‘যাদের কাছে ভাগ্য নির্ধারন হয়, যারা যারা ওখানে ছিলেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই মাকে বাঁচানো যেত। এ🍰ত মেডিক্যাল কলেজ। অনেকে বলে এখানে নাকি তুলো ꦡছাড়া কিছু মেলে না…’