বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Vote Percentage: হাড়োয়াতে ৭৬ শতাংশ, বাকি কেন্দ্রে কত ভোট পেল তৃণমূল
উপনির্বাচনে সিক্সার। ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। বিজেপি বল দেখারও সুযোগ পায়নি। কোথা দিয়ে কী হয়ে গেল সেটা বু🍰ঝতেই পারছে না🐼 গেরুয়া শিবির। এবার প্রশ্ন , শাসক তৃণমূল কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পেল?
নৈহাটি কেন্দ্রে তৃণমূল পেয়েছে ৪৯,২৭৭টি ভোট। অর্থাৎ বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ হল ৬২.৯৭ শতাংশ।
তালডাঙরা কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট- ৩৪,০৮২। শতাংশের হিসাবে তৃণমূল পেয়েছে ৫২.০৭ শতাংশ।
হাড়োয়া কেন্দ্রে তৃণমূল পেয়েছে ১,৩১,৩৮৮ ভোট। সব মিলিয়ে তৃণমূল ৭৬.৬৩ শতাংশ ভোট পেয়েছে।
মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল পেয়েছে ৩৩,৯৩৬ ভোট। তাদের প্রাপ্ত ভোটের শতাংশ ৫৩.৪৪ শতাংশ।
এবার আসা যাক উত্তরবঙ্গের♚ দুই কেন্দ্রে🐽র দিকে।
কোচবিহারের সিতাই কেন্দ্রে বিপুল জয় পেয়েছে তৃণমূল। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৩০,৬৩৬। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশ হল ৭৬.০৮ শতাংশ। মাদারিহাটের তৃণমূলের প্রাপ্ত ভোট ২৮,১৬৮। তাদের ভোটের শতাংশ ৫৪.০৫ শতাংশ।
শতাংশের হিসাবে সবথেকে এগিয়ে রয়েছে হাড়োয়া কেন্দ্র। এরপরই সিতাই কেন্দ্র। দুটি কেন্দ্রে কার্যত মাথা তুলতে পারেনি বিজেপি। দুটি কেন্দ্রেই ৭৬ শ꧒তাংশের বেশি ভ🐷োট পেয়েছে শাসক তৃণমূল।এই ভোট দেখে কার🌄্যত হতবাক অনেকেই। ইতিমধ্য়েই তা নিয়ে নানা কাটাছেঁড়া শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে বাংলায় 📖বিজেপির নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।