শিয়ওালদা আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সকাল থেকেই আরজি কর কাণ্ডের রায় কী হয় সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। বহু 🦩মানুষ জড়ো হয়েছিলেন শিয়ালদা আদালত চত্বরে। গোটা দেশ যখন তাকিয়ে ছিল আদালতের রায়দানের দিকে, তখন কী করছিল সঞ্জয়ের পরিবার? আদালত যখন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করল তখন তার পরিবারের কী প্রতিক্রিয়া?
টিভি ৯ বাংলায় মুখ খুলেছেন সঞ্জয় রায়ের দিদি।
♕ আদালত আপনার ভাইকে দোষী সাব্যস্ত করেছে। সোমবার দুপুর সাড়ে ১২টা সাজা ঘোষণা করা হবে। আপনি কী বলবেন?
নীরব, নিশ্চুপ সঞ্জয়ের দিদি। মুখ ঢাকা। ভ🅰েতরে কান্নার শব্দ। ডুকরে কেঁদে ওঠেন তিনি। কান্না সামলানোর চেষ্টা করেন। এরপর বলেন, কিছু বলার নেই।
সঞ্জয়ের মা মানসিকভাবে বিপর্যস্ত। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হল। ভাইয়ের সঙ্🌠গে সেভাবে যোগাযোগ ছিল না।
ওই সংবাদমাধ্যমের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন, আদালতে কখনও ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন?
না কোনও দিন যাইনি।
ভাই যখন ধরা পড়েছিল তখন কি মনে হয়েছিল সঞ্জয় এই কাজ করতে পারে?
তখন মনে হয়নি। কি𓂃ন্তু এখন তো প্রমাণগুলো পাওয়াꦗ যাচ্ছে কী বলব!
একা কি ভাই কাজটা করতে পারে বলে আপনার মনে হচ্ছে? ভাই বলেছে গলায় রুদ্রাক্ষের মালা ছিল। সেটা ধস্তাধস্তির সময় খুলে যেতে পারে। সেটা নিয়ে কী বলবেন? ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল?
দিদি বলেন, আমি জানি না🎐। আ🎶মি তো ভাইয়ের সঙ্গে কথা বলিনি। আমার জানা নেই।
এই যে ভাইকে দোষী সাব্যস্ত করা হল, বাকি দিদিরা রয়েছেন। তাঁদের সঙ্গে কী যোগাযোগ করবেন?
স🍌ঞ্জয়ের দিদি বলেন, কিছু বলার নেই। আইন যা দেবে সেটাই মেনে নেব। ডুকরে কেঁদে ওঠেন তিনি।
আশপাশের লোকজন বলেন, একাধিক বিয়ে ছিল। মহিলাদের কটূক্তি করত। মদ্যপান করত?
সঞ্জয়ে༒র দিদি বলেন, মহিলাদের কটূক্তি কোনও দিন শুনিনি। মদ্যপান করত এটাﷺ জানতাম। দুটো বিয়ে জানতাম।
কোথাও গিয়ে কি খারাপ লাগছে? সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড!
ঢাকা মুখের আড়ালে বোঝা যায় ༒কাঁদছেন সঞ্জয়ের দিদি।বিগত দিনে সঞ্জয়ের মায়ের সঙ্গে কথা বলেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। সেই সময় সঞ্জয়ের মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলের জন্য আপনার কি লজ্জা লাগছে?
তিনি সেই সময় বলেছিলেন, লজ্জা বলে নয়, দুঃখ লাগছে। ভালো ছেলে যদি খারাপ হয়ে যায় তবে কী বলব বলুন। তবে মায়ের কেমন লাগে…এটা তো মেয়ে🧜 নয়।…