🍰আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা করেছে শিয়ালদা আদালত। সেই রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আগামী সোমবার রায় রায় ঘোষণা করা হবে। এদিকে শিয়ালদা আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। তারপরেও তদন্ত নিয়ে উঠছে নানা প্রশ্ন। নাগরিক সমাজ থেকে জুনিয়র ডাক্তাররা এই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
সঞ্জয় রায়🦄কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারপর কী বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কুণাল ঘোষ🍃 সংবাদমাধ্যমে জানিয়েছেন, কিছু বাম, কিছু অতিবাম, একাংশের চিকিৎসক যেভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করছিলেন, আজকের রায়ে প্রমাণিত হল কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল, মাঝপথে সিবিআইকে দেওয়া হয়েছিল, সিবিআই তদন্ত, কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে। জানিয়েছেন কুণাল ঘোষ।
💜রায়ের পরে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। সুকান্ত বলেন, কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল। এরপর সিবিআইয়ের হাতে তদন্তভার গিয়েছে। তথ্য় প্রমাণ কোথায় গেছে তা নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে। আপাতত সঞ্জয় রায় শুধু ধরা পড়ল। যদি সঠিক তথ্য় প্রমাণ থাকত তাহলে আর কী হত তবে সেটা বোঝার মতো পরিস্থিতিতে তো আমরা নেই।
𒁃কার্যত সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার আগে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে আগেই বিজেপি নেতৃত্ব বার বারই দাবি করেছিলেন। এদিন রায় ঘোষণার পরে ফের সেই একই দাবি তুলে দিলেন তাঁরা।
🔯আমরা আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েলকে অভিযুক্ত হিসাবে ঘোষণা করা হত। জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে রায়কে স্বাগত জানিয়েছেন তিনি।
জুনিয়র ডাক্তারꦯরা ইতিমধ্যে মিছিল বের করেছেন। তাঁদের দাবি, প্রকৃত অপরাধী যারা প্রত্যক্ষ, পরোক্ষেভাবে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে। আর কারা জড়িত, সেই প্রশ্ন বার বার তোলেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ একাধিক নাগরিক সংগঠন ফের রাস্তায় নামতে শুরু করেছেন। শিয়ালদা কোর্ট চত্বর থেকে এই মিছিল বের হয়।
ꦕসঞ্জয় রায় ছাড়া আর কারা জড়িত সেটাকে সামনে আনতে হবে। না হলে অভয়ার আত্মা শান্তি পাবে না। বলেন এক চিকিৎসক।