🔯 গত বৃহস্পতিবারই এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় আসতেই চোখের জল ধরে রাখতে পারেননি বহু চাকরিহারা। গোটা রাজ্য এই এসএসসির চাকরিহারাদের ঘটনায় তোলপাড়। এরই মাঝে স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গেল। আর তাতে খানিকটা স্বস্তি ফিরেছে চাকরিহারাদের।
👍স্কুলগুলির বেতন পোর্টালে দেখা যাচ্ছে, আগের মাসে পোর্টালে যে নামের তালিকা ছিল, সেই তালিকা অপরিবর্তিত রয়েছে। ফলত, সেখানে রয়েছে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের নাম। তবে প্রশ্ন থেকে যাচ্ছে এখনও? রিপোর্ট দাবি করছে, বহু চাকরিহারার মনে প্রশ্ন রয়েছে, পোর্টালে নাম থাকলেই কি হাতে বেতন পাওয়া যাবে? পোর্টাল খোলার পরই অনেক স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা স্যালারি সংক্রান্ত রিকুইজিশন সাবমিট করেছেন অনলাইনে, বলে দাবি করছে বহু মিডিয়া রিপোর্ট। এদিকে, ইতিমধ্যেই চাকরিহারাদের যাতে বেতন দেওয়া হয়, তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে বলেছেন,'.. আমরা পোর্টাল আপডেট করব। কোথাও বেতন বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়েছে কিনা, আমার জানা নেই।' এছাড়াও চাকরিহারাদের প্রসঙ্গে তিনি বলেন, ওঁরা যে কোনও একটা পন্থায় থাকুন, হয় আন্দোলন করুন, নয়তো আলোচনা করুন.. ওঁরা যে কোনও পন্থা নিতে পারেন, আমরা শান্ত ভাবে, মানবিকভাবে সাহায্য করতে বদ্ধপরিকর।
♔এদিকে, বুধবার সকাল থেকেই চাকরি ফেরানোর দাবিতে বহু জেলায় ডিআই অফিসের সামনে অভিযান করেন চাকরিহারারা। কিছু কিছু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ দেখা যায় চাকরিহারাদের। কলকাতার কসবায় ডিআই অফিসের সামনে শিক্ষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয়েছেন দু'পক্ষের অনেকের। পুলিশের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ ওঠে। যা ‘কাম্য নয়’ বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। এদিকে, ঘটনার আগে, সোমবারই চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রীর বার্তা ঘিরেও বিস্তর চর্চা চলছে রাজ্য জুড়ে। এদিকে, বৃহস্পতিবার রাজপথে মিছিল করবেন চাকরিহারাদের একাংশ বলে খবর। শিয়ালদা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা। এরপর শুক্রবার এসএসসি অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা।