𓄧 চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফাউন্ডেশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হল ৭ জানুয়ারি। যে সব পরীক্ষার্থীরা ডিসেম্বর সেশনে পরীক্ষায় বলেছিলেন, তাঁরা আজ তাঁদের ফলাফল দেখে নিতে পারেন। আইসিএমএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট - -এ গিয়ে প্রার্থীরা নিজেদের লাফল দেখতে পারবেন। এর জন্যে তাঁদের ১৭ সংখ্যার রেফারেন্স নম্বর দিতে হবে। উল্লেখ্য, ফাউন্ডেশন কোর্সের জন্য ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকালের শিফটে প্রথম ও দ্বিতীয় পত্র এবং দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ৩ ও ৪ নম্বর পেপারের পরীক্ষা হয়েছিল। অফলাইন ওএমআরের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি পেপারে ১০০ নম্বরের প্রশ্ন ছিল।
আইসিএমএআই সিএমএ ফাউন্ডেশন ফলাফল ২০২৪:
- ফলাফলগুলি পরীক্ষা করতে, প্রার্থীদের নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে।
- আইসিএমএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট icmai.in -এ যান।
- হোম পেজে উপলব্ধ ডিসেম্বর সেশনের লিঙ্কের জন্য আইসিএমএআই সিএমএ ফাউন্ডেশন ফলাফল ২০২৪ লিঙ্কে ক্লিক করুন।
- এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে প্রার্থীদের লগইন বিশদ দিতে হবে।
- এরপর লগইনের তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার ফলাফল প্রদর্শিত হবে।
- ফলাফল দেখুন এবং পেজটি ডাউনলোড করে রাখুন।
- পরবর্তী সময়ে কোনও প্রয়োজনের জন্যে পেজটির হার্ডকপি প্রিন্টআউট করিয়ে রাখুন।
♚উল্লেখ্য, এর আগে আইসিএমএআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল যে এই পরীক্ষার ফলাফল ৯ জানুয়ারি প্রকাশিত করা হবে। তবে সেই ফল আগেই ঘোষণা করা হল। এই নিয়ে সরকারি ভাবে নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়, 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে সিএমএ ফাউন্ডেশন পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত তারিখের আগেই ঘোষণা করা হবে। ফলাফল এখন ২০২৫ সালের ৭ জানুয়ারিতেই পাওয়া যাবে; পরীক্ষা বিভাগের দ্বারা দক্ষ এবং সময়োচিত মূল্যায়ন প্রক্রিয়ার জন্য ধন্যবাদ।'