আইপিএলের ইতিহাসে সব থেকে সফল ক্যাপ্টেনের নাম জানতে চাইলে এককথায় সবাই বলবেন মহেন্দ্র সিং ধোনির নাম। তবে সাফল্যের নিরিখꦆে ক্যাপ্টেন হিসেবে ধোনিকে টক্কর দেওয়া অধিনায়কের নাম জানতে চাইলে অনেকেই রোহিত শর্মার নাম বলতে পারেন। সেটাই অবশ্য স্বাভাবিক। ধোনির মতো রোহিতও ক্যাপ্টেন হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন।
তবে ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জয়ের শতকরা হারের প্রসঙ্গ উত্থাপন করলে ধোনির থেকেও এগিয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর। অন্তত ৫০টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সচিনের ম্যাচ জয়ের শতকরা হার ধোনির থেকেও ভালো। তবে বর্তমান আইপিএল অধিনায়কদের মধ্যে ধোনির শিষ্য হার্দিক পান্ডিয়া ও শ্রেয়স আইয়ারের পরিসংখ্যান এক্ষেত্রে চমকপ্রদ। পরিসংখ্🥃যান বলছে ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জয়ের শতকরা হারে ধোনিকে যথাযথ তাড়া করছেন হার্দিক ও শ্রেয়স।
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে এখনও পর্যন্ত আইপিএলের ২২৮টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। ধোনির নেতৃত্ꦆবে তাঁর দল জেতে মোট ১৩৪টি ম্যাচে। পরাজিত হয় ৯২টি ম্যাচে। পরিত্যক্ত হয় ২টি ম্যাচ। সুতরাং, ক্যাপ্টেন হিসেবে আইপিএলে ধোনির জয়ের শতকরা হার ৫৮.৭৭।
অন্যদিকে হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স মিলিয়ে আইপিএলে মোট ৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। পান্ডিয়ার নꦜেতৃত্বে তাঁর দল জেতে ২৯টি ম্যাচ। পরাজিত হয় ২🌳২টি ম্যাচে। সুতরাং, ক্যাপ্টেন হিসেবে আইপিএলে পান্ডিয়ার জয়ের হার ৫৬.৮৬।
শ্রেয়স আইয়ার এখনও পর্যন্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ক্যাপ্টেন হিসেবে মোট ৭৭টি আইপিএল ম্যাচে মাঠে নেম♏েছেন। শ্রেয়সের নেতৃত্বে তাঁর দল জিꩲতেছে মোট ৪৩টি আইপিএল ম্যাচ। পরাজিত হয়েছে ৩১টি ম্যাচে। টাই হয়েছে ২টি ম্যাচ এবং পরিত্যক্ত হয় ১টি ম্যাচ। সুতরাং, শুধুমাত্র সরাসরি জয়ের নিরিখে আইপিএলে শ্রেয়সের সাফল্যের হার ৫৫.৮৪ শতাংশ।
আইপিএলে ক্যাপ্টেন হিসেবে জয়ের শতকরা হার
সচিন ✤তেন্ডুলকরের নেতৃত্বে ৫১টি আইপিএল ম্যাচের মধ্যে তাঁর দল জেতে ৩০টি ম্যাচ। সুতরাং, আইপিএল ক্যাপ্টেন হিসেবে সচিনের জয়ের হার ꧃৫৮.৮২ শতাংশ।