Chennai Super Kings IPL Schedule 2025: আইপিএল ২০২৫-এর সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৫-এর সূচি ঘোষণা করেছে। আর ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীরা আরেকটি রোমাꦓঞ্চকর মরশুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। এই হাই-ভোল্টেজ টুর্নামেন্ট ২২ মার্চ, শনিবার শুরু হবে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল🎃ুরু (RCB)-এর বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। ম্য়াচটি ভারতীয় সময়ে রাত ৭:৩০ থেকে শুরু হওয়ার কথা।
আইপিএল ২𓄧০২৫-এর লিগ পর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ℱঠিত হবে, যা ১৮ মে পর্যন্ত চলবে। এরপর শুরু হবে প্লে-অফ পর্ব, যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে ২০ মে, আর ২১ মে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ, উভয়ই হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। এরপর ২৩ মে-তে ইডেন গার্ডেন্সে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর এরপরে ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।
চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল ২০২৫ সূচি
চেন্নাই সুপার কিংস (CSK) তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ, রবিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন CSK-এর দ্বিতীয় ম্যাচ হবে ২৮ মার্চ। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ꦍ(RCB)-এর মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস।
আইপিএল ২০২৫-এর চেন্নাই সুপার কিংসের সূচি দেখার আগে দেখে নিন এবারে আইপিএল-এর দুটো গ্রুপে কোন কোন দল রয়েছে-
গ্রুপ 'এ' – চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পঞ্জা𒅌ব কিংস, রাজস্থান রয়্যালস এবং রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
গ্রুপ 'বি' – সানরাইজার্স হায়দꦛরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স𝔉, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়েন্টস এবং গুজরাট টাইটানস।
আরও পড়ুন… IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ ডাবল ধামাকা SRH v♎s RR ও CSK vs MI
চেন্নাই সুপার কিংস-এর আইপিএল ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি
১) ২৩ মার্চ CSK vs MI ৭:৩০ PM চেন্নাই
২) ২৮ মার্চ CSK vs RCB ৭:৩০ PM চেন্নাই
৩) ৩০ মার্চ RR vs CSK ৭:৩০ PM গুয়াহাটি
৪) ৫ এপ্রিল CSK vs DC ৩:৩০ PM চেন্নাই
৫) ৮ এপ্রিল PBKS vs CSK ৭:৩০ PM মুল্লানপুর
৬) ১১ এপ্রিল CSK vs KKR ৭:৩০ PM চেন্নাই
৭) ১৪ এপ্রিল LSG vs CSK ৭:৩০ PM লখনউ
৮) ২০ এপ্রিল MI vs CSK ৭:৩০ PM মুম্বই
৯) ২৫ এপ্রিল CSK vs SRH ৭:৩০ PM চেন্নাই
১০) ৩০ এপ্রিল CSK vs PBKS ৭:৩০ PM চেন্নাই
১১) ৩ মে RCB vs CSK ৭:৩০ PM বেঙ্গালুরু
১২) ৭ মে KKR vs CSK ৭:৩০ PM কলকাতা
১৩) ১২ মে CSK vs RR ৭:৩০ PM চেন্নাই
১৪) ১৮ মে GT vs CSK ৩:৩০ PM আমদাবাদ
আইপিএল ২০২৫-এর জন্য চেন্নাই সুপার কিংস স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), এমএ⛦স ধোনি (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠি, বংশ বেদী, আন্দ্রে সিদার্থ, শেখ রশিদ, ডেভন কনওয়ে, শিভম দুবে, রবীন্🧸দ্র জাদেজা, রাচিন রবীন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুডা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, স্যাম কারান, রামকৃষ্ণ ঘোষ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, গুরজপনীৎ সিং, অংশুল কাম্বোজ, কমলেশ নাগরকোটি, নূর আহমেদ, শ্রেয়স গোপাল
CSK ভক্তরা আশা করছেন ২০২৫ সাল হবে তাদের আরেকটি গৌরবময় বছর, যেখানে তারা আইপিএল ট্রফি পুনরুদ্ধার ক♏রতে পারবে।