হার্দিক পান্ডিয়াকে নিজের ডেপুটি হিসেবে চাননি রোহিত শর্মা। আর সঞ্জু স্যামসনকে দলে রাখতে চেয়েছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। সেই দুটি বিষয় নিয়ে জটের কারণেই শনিবার নির্ধারিত সময়ের অতটা পরে ভারতীয় বোর্ড (বিসিসিআই) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বলে সূত্র উদ্ধৃত ক♓রে রিপোর্টে জানানো হল। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে দল ঘোষণা করার কথা ছিল। কিন্ত🌸ু সেটা করতে দুপুর তিনটে বেজে যায়। সংবাদমাধ্যম দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে চেয়েছিলেন গম্ভীর। আর ঋষভ পন্তকে চাননি ভারতীয় দলের হেড কোচ। যে দুটি প্রস্তাবই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং ভারতীয় অধিনায়ক খারিজ করে দিয়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
সঞ্জুর বড় সমর্থক গম্ভীর!
এমনিত💃ে গম্ভীর বরাবরই সঞ্জুর বড় সমর্থক। তাঁকে না খেলানো হলে সেটা কেরলের ব্যাটারের নয়, বরং ভারতের ক্ষতি বলেও মন্তব্য করেছিলেন গম্ভীর। তারপরও সঞ্জুকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি, তা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন তত্ত্ব উঠে আসছে। সবথেকে জোরালোভাবে শোনা যাচ্ছিল বিজয় হাজারে ট্রফিতে সঞ্জুর না খেলার তত্ত্বটা। ওই মহলের তরফে দাবি করা হচ্ছে যে ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে না খেলার জন্য বোর্ডের রোষানলে পড়েছেন।
সঞ্জুর নাম খারিজ করে দেন রোহিত-আগরকররা, দাবি রিপোর্টে
ওই রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ে বোর্ডের অফিসে যে বৈঠক হয়েছে, তাতে হাজির থাকা এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সঞ্জুকেই চেয়েছিলেন গম্ভীর। পন্ত গত দু'বছরে মাত্র একটি একদিনের ম্যাচে খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে নয় বলে ছয় রান করে আউট হয়ে গিয়েছিলেন। তারপরও পন্তের উপরജই আস্থা রাখেন আগরকর এবং রোহিত। যে পন্ত নিশ্চিতভাবে ব্যাক-আপ উইকেটকিপার-꧂ব্যাটার হিসেবে আছেন।
হার্দিককে দূরে ঠেলে দেন রোহিতই, দাবি রিপোর্টে
তবে শুধু সঞ্জু নন, হার্দিকের আরও এক প্রস্তা🍨ব মানতে রোহিত এবং আগরকর রাজি হননি বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, হার্দিককে সহ-অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার পক্ষপাতী ছিলেন গম্ভীর। যে হার্দিক ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতে💛র সহ-অধিনায়ক ছিলেন হার্দিক। কিন্তু তাঁকে ছেঁটে ফেলার পক্ষে সওয়াল করেন ভারতীয় অধিনায়ক এবং নির্বাচক প্রধান। পরিবর্তে শুভমন গিলকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এটা কোনও স্কুলও নয়: BCCI-র নতুন নিয়ম যে কোনও শাস্তি নয় স𒐪েটাই বোঝালেন অজিত আগারকর
আর সেই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে যে তাহলে কি একদিনের ক্র💝িকেটে শুভমনকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে? রোহিত অধিনায়কত্ব ছাড়লে তাঁকেই অধিনায়ক করা হবে? কিন্তু কী কারণে ভারতীয় দলের যাবতীয় নেতৃত্বের জায়গা থেকে হার্দিককে সরিয়ে দেওয়া হল, সেই🐼 প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটার অবশ্য কোনও উত্তর মেলেনি। স্রেফ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছেন আগরকররা।
আরও পড়ুন: ক্রিকেটারদের মধ্যে বন্ডিং ছিল ඣনা, পরিবার নিয়ে আলাদা হোটেলে থাকত… এই কারণে ক👍ড়া সিদ্ধান্ত নিল BCCI
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকি✱পার), হার্দিক প💮ান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ), মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্ত।