😼 শনিবার একই সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি এক্ষেত্রে ২টি ওয়ান ডে টুর্নামেন্টের জন্য একেবারে অভিন্ন স্কোয়াড গড়ে নেয়নি।
༒আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত ১৫ জন ক্রিকেটারই রয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। তবে জসপ্রীত বুমরাহর ম্যাচ ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই। তাই বাড়তি পেসার হিসেবে এই সিরিজের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয় কেকেআরের হর্ষিত রানাকে।
🦩অর্থাৎ, রানা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। তিনি শুধু বুমরাহর ব্যাকআপ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে থাকছেন। বুমরাহর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি ম্যাচে মাঠে নামার সম্ভানা কম। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারেন জসপ্রীত।
꧅চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডে ফর্ম্যাটে প্রস্তুতি সারার বিশেষ সুযোগ নেই ভারতীয় দলের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইয়ে রওনা দেবে ভারতীয় দল। সঙ্গত কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের সকলকে ইংল্যান্ড সিরিজেও নির্বাচিত করা হয়।
🐭ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি। তার আগে ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ব্রিটিশ দল। ২২ জানুয়ারি ইডেনে খেলা হবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। সেই সিরিজের জন্য সূর্যকুমার যাদবের নেতত্বাধীন টি-২০ স্কোয়াড আগেই বেছে নিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড
ꦯরোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (শুভমন গিল), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, যশস্বী জসওয়াল, হর্ষিত রানা ও আর্শদীপ সিং।
ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি
▨১. আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে ভারত।
🅰২. আগামী ৯ ফেব্রুয়ারি কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
🌼৩. আগামী ১২ ফেব্রুয়ারি আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।