🅰 রোহিত শর্মা ও বিরাট কোহলির ঘরোয়া ক্রিকেট খেলার দরকার নেই। এমনটাই মনে করেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা ও বিরাট কোহলির খারাপ পারফরম্যান্সের পর দুই তারকার অবসর নিয়েও বড় মন্তব্য করেছেন তিনি। এছাড়াও বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীদের যাওয়ার ব্যাপারে বোর্ড যে নিষেধাজ্ঞা জারি করেছে তার বিরুদ্ধেও মুখ খুলেছেন সৈয়দ কিরমানি।
মোহনবাগানে এসেছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের উইকেটরক্ষক সৈয়দ কিরমানি-
𝔉বুধবার মোহনবাগান মাঠে এসেছিলেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। ভারতের বিশ্বকাপজয়ী উইকেটরক্ষককে সম্মান জানায় শতাব্দী প্রাচীন ক্লাব। ১৫ জানুয়ারি চুনি গোস্বামীর জন্মদিন। সেই উপলক্ষে এই দিনটিকে ‘ক্রিকেট ডে’ হিসাবে পালন করে মোহনবাগান। শুরুটা হল বুধবার কিরমানির হাত ধরে। তাঁকে ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়া হয়।
আরও পড়ুন… ⛄IND W vs IRE W: সিরিজ শেষে টিম ইন্ডিয়ার সাজঘরের সবথেকে বড় পুরস্কার জিতলেন দীপ্তি শর্মা
𝔉এই সময়ে রোহিত শর্মার রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করার প্রসঙ্গ ওঠে। বিরাট কোহলির নাম রাখা রয়েছে রঞ্জির প্রাথমিক দলে, এই বিষয় নিয়ে মুখ খোলেন সৈয়দ কিরমানি। তিনি মনে করন যে এটা সঠিক সিদ্ধান্ত নয়।
রোহিত-বিরাটদের রঞ্জি খেলা নিয়ে কী বললেন সৈয়দ কিরমানি-
🌸সৈয়দ কিরমানি বলেন, ‘আমার মনে হয় না নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার দরকার আছে। আমাদের সময় এত বেশি ম্যাচ ছিল না। কিন্তু এখন প্রচুর ম্যাচ খেলতে হয়। সেই সঙ্গে যদি ঘরোয়া ক্রিকেটও খেলতে হয়, তা হলে ক্রিকেটারদের চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেটা ঠিক হবে না।’
আরও পড়ুন… ⛄'এটা দেখে হাসি পেল!' হঠাৎ কী নিয়ে প্রতিক্রিয়া দিলেন চোট পাওয়া বুমরাহ
রোহিত-বিরাটদের অবসরের সিদ্ধান্ত নিয়ে কী বললেন সৈয়দ কিরমানি-
𝕴সৈয়দ কিরমানির মতে ক্রিকেটাররা কবে অবসর নেবেন, তা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিরমানি বলেন, ‘রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্দান্ত ক্রিকেটার। ওরা দেশকে অনেক কিছু দিয়েছে। সেই দুই ক্রিকেটার কবে অবসর নেবেন তা সম্পূর্ণ ভাবে ওদের সিদ্ধান্ত। সেটা নিয়ে বাইরের লোকজনের কথা না বলাই ভালো।’
বিদেশ সফরে দলের সঙ্গে স্ত্রীদের যাওয়া নিয়ে কী বললেন কিরমানি-
♈সৈয়দ কিরমানি বলেন, ‘পরিবার ছেড়ে এত দিন বাইরে থাকলে মানসিক চাপ তৈরি হয়। যে কারণে আমার মনে হয় পুরো সফরেই ক্রিকেটারদের সঙ্গে থাকা উচিত পরিবারের।’
আরও পড়ুন… ಞPSL 2025: ভুল করে অবসর নিয়ে ফেলেছিলাম: ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলে ফেললেন পাক পেসার
তরুণ ক্রিকেটারদের উদ্দেশে কিরমানি কী বলেন-
🔴সৈয়দ কিরমানি কী বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতেছিলাম কোচ ছাড়া। খুব ভালো সরঞ্জামও ছিল না। তোমাদের কাছে এখন অনেক কিছু রয়েছে। সেই সব কিছুকে কাজে লাগাও। বড় ক্রিকেটার হতে গেলে প্রয়োজন শৃঙ্খলা, আত্মত্যাগ এবং সংকল্প। কিছু জিনিস মেনে চলতে হবে। মনে রাখবে জীবনে কোনও কিছু অতিরিক্ত মানেই সেটা বিষ। সব কিছুর একটা সীমা থাকা উচিত। সেটা কখনও অতিক্রম করবে না।’