🤡 অভিষেকেই ছোটদের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নাইজেরিয়া। সোমবার অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দু'রানে জিতে ইতিহাস গড়েছে পশ্চিম এশিয়ার দেশ। প্রথমে ব্যাট করে নাইজেরিয়া ১৩ ওভারে ছয় উইকেটে ৬৫ রান তোলে। জবাবে ৬৩ রানেই থেমে যায় নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল নয় রান। দুর্দান্ত বোলিং করে নাইজেরিয়ার হয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন লিলিয়ান উদে। আর সেই ঐতিহাসিক জয়ের পরে বাঁধনহীন উচ্ছ্বাসে ভেঙে পড়েন নাইজেরিয়ার ক্রিকেটাররা।
হারলেও অজিদের ঘাম ঝরাল বাংলাদেশ
ꦡনাইজেরিয়ার সেই ঐতিহাসিক জয়ের মধ্যে বাংলাদেশ হেরে গিয়েছে। যদিও বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার ঘাম ছুটিয়ে দেয় বাংলাদেশ। কারণ আজ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৯১ রান তোলেন সুমাইয়া আখতাররা। সেই রানটা তুলতে গিয়ে কালঘাম ছুটে যায় অস্ট্রেলিয়ার। শেষপর্যন্ত ১৯.২ ওভারে আট উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় তুলতে সক্ষম হন অজিরা। ম্যাচ জেতেন দু'উইকেটে।
﷽অথচ টসে জিতে অস্ট্রেলিয়া যখন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, তখন মনে হয়নি যে ম্যাচটা এরকম হতে পারে। ২.২ ওভারে বিনা উইকেটে ১৬ রান থেকে ৪.৪ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় তিন উইকেটে ১৮ রান। সেখান থেকে আর তেমন ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। কিছুটা চেষ্টা করেন সাতে নামা আফিয়া আশিমা। ৩৪ বলে ২৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ওপেনার সুমাইয়া (ক্যাপ্টেন নন)। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন টেগান উইলিয়ামসন, লারোসা এবং ব্রে।
৫১/২ থেকে ৮৮/৮- অজিদের ইনিংসে ধস নেমে যায়
♏সেই রান তাড়া করতে নেমে হাত চালাতে থাকেন অজিরা। তিন ওভারে স্কোর দাঁড়ায় এক উইকেটে ২৬ রান। যে স্কোরটা দু'উইকেটে ৫০ রান হয়। কিন্তু তারপরই ধস নামে অজিদের ইনিংসে। দু'উইকেটে ৫১ রান থেকে আট উইকেটে ৮৬ রান হয়ে যায় অজিদের। শেষপর্যন্ত কোনওক্রমে জিতে যান তাঁরা। বাংলাদেশের হয়ে চার ওভারে ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন জান্নাতুল।
আয়ারল্যান্ডকে চমকে দিল আমেরিকা!
꧃অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছে আমেরিকা। আজ প্রথমে ব্যাট করে ১৭.৪ ওভারে ৭৫ রানেই অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড। রীতু সিং (আট রানে দু'উইকেট) এবং ইসানি ভাঘেলার (১০ রানে তিন উইকেট) দাপটে আইরিশরা দাঁড়াতেই পারেননি। জবাবে ৯.৪ ওভারে এক উইকেট হারিয়ে ম্যাচটা জিতে যায় আমেরিকা। প্রথম উইকেটেই ৭৫ রানের জুটি হয়। জয়ের জন্য এক রান বাকি থাকা অবস্থায় আমেরিকা প্রথম উইকেট হারায়। তারপর সেই জয়টা ছিনিয়ে আনেন ইসানি।