ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুট💫ে জয় দিয়ে মেয়েদের অূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় ভারতের মেয়েরা।
কুয়ালা লামপুরের বেউমাস ওভালে ভারতের হাতে যারপরনাই লাঞ্ছিত হয়ে হয় ওয়েস্ট ইন্ডিজকে। টস-ভাগ্য সঙ্গ দেয় ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদের। তিনি টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করার আমন্ত♓্রণ🅘 জানান। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৫০ রানের গণ্ডিও টপকাতে পারেনি।
ক্যারিবিয়ান দল ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানে অল-আউট হ🍬য়ে যায়। দুই অঙ্কের রান করেন কেবল দু'জন ব্যাটার। খাতা খুলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ৫ জন ব্যাটার। ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ১৫ রান করেন কেনিকা সিজার। ২৯ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওপেন করতে নেমে আসাবি ক্যালেন্ডার ২০ বলে ১২ রান করেন। তিনি ১টি চার মারেন𒅌।
ক্যাপ্টেন সামারা রামনাথ ৩ রান করে আউট হন। ꩵ৪ রানে নট-আউট থাকেন অমৃতা রামতাহাল। শূন্য রানে আউট হন নইজানি, জাহজারা, ব্রায়ান্না, ক্রিশ্চেন ও সেলেনা রস। ব্যক্তিগত ১ রানে আউট হন অ্যাবিগাল𒉰ি ব্রাইস ও আমিয়া গিলবার্ট।
দাপুটে বোলিং পারুনিকা-আয়ুশির-যোশিতার
ভাꦬরতের হয়ে ২.২ ওভা♓রে মাত্র ৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন পারুনিকা সিসোদিয়া। ৪ ওভারে ১টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আয়ুশি শুক্লা। ২ ওভারে ৫ রান খরচ করে ২টি উইকেট নেন যোশিতা। ওয়েস্ট ইন্ডিজের ৩ জন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন।
পালটা ব্যাট করতে নেমে ভারত ঝড়ের গতিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মোটে ১টি উইকেট খোয়াতে হয় ভারতীয় দলকে। ৪.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান তুলে ম্যাচ জিতে যায় তারা। অর্থাৎ, ২৬ বলেই খেল খতম করে দেয় ভারত। ৯৪꧂ বল বাকি থাকতে ৯ উইক💮েটের বিশাল জয় তুলে নেন নিকি প্রসাদরা।
গঙ্গাদ🎐ি তৃষা ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে আউট হন। ১৩ বলে ১৬ রান করে নট-আউট থাকেন জি কমলিনী। তিনি ৩টি চার মারেন। ১১ বলে ১৮ রান করে নট-আউট থাকেন সনিকা। তিনিও ৩টি চার মারেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ෴কমাত্র উইকেটটি নেন জাহজারা। ম্যাচের সেরা হন যোশিতা।