সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামের পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন পৃথ্বী শ। অনুষ্ঠানে মুম্বাই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কদের সম্মান জানাতে একটি জমকালো সংবর্ধনা দেওয়া হয়। এবার ১৯ জানুয়ারি এই আইকনিক স্টেডিয়ামে এক ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে মুম্বইয়ের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেট তারকাদের একত্রিত হতে দেখা যাবে। অনুষ্ঠানের আগে ওয়াংখেড়ে স্টেডিয়াম🤡 নিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়লেন পৃথ্বী শ। এই স্টেডিয়ামে তাঁর প্রথম ম্যাচ দেখার স্মৃতিও স্মরণ করলেন এই ভারতীয় ক্রিকেটার। তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। সেই রাতের কথা এখনও ভোলেননি ভারতীয়রা। ছক্কা মেরে মহেন্দ্র সিং ধোনির ম্যাচ জেতানোর ছবি এখনও উজ্জ্বল প্রত্যেক ভারতবাসীর মনে।
পৃথ্বী শ জানিয়েছেন যে তিনি সেদিন তাঁর ‘বন্ধু’ অর্জুন তেন্ডুলকারের🎉 সঙ্গে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন। বাবার মতো তিনিও একজন ক্রিকেটার, বর্তমানে অর্জুন ঘরোয়া ক্রিকেট খেলছেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রথম একাদশে ছিলেন সচিন। পৃথ্বী বলেন, ‘আমার এই স্টেডিয়ামের প্রথম স্মৃতি, যেটা আমি কোনও দিন ভুলব না, তা হল ২০১১ ওডিআই বিশ্বকাপ। সেই সময় আমার বয়স ছিল ১১ বছর। আমি এবং আমার বন্ধু অর্জুন তেন্ডুলকার এই গ্যালারিতে বসেই সরাসরি খেলা উপভোগ করেছিলাম। আমার মনে এখনও উজ্জ্বল সেই মহূর্তটা, যখন ভারত বিশ্বকাপ তুললো। কী অসাধারণ মুহূর্ত ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘ছোটবেলায় আমরা সবসময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার স্বপ্ন দেখতাম। আমরা এখন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৫০ তম বর্ষপূর্তি উদযাপন করছি, এবং আমি মনে করি প্রত্যেকের এসে উদযাপনে যোগ দেওয়া উচিত। এটা সমস্ত মুম্বইবাসীর জন্য গর্বের। অনুগ্রহ করে ১৯ তারিখে আসুন এবং দিনটি উদযাপন করুন।’ উল্লেখ্য, এই মুহূর্তে ক্রিকেটে একদমই সময় ভালো যাচ্ছে না পৃথ্বীর🍸। সম্প্রতি বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। শুধু তাই নয়, এক সময়ে সচিনের সঙ্গে তুলনা করা পৃথ্বী IPL ২০২৫-এর নিলামের অবিক্রিত থাকেন। যা যথেষ্ট হতাশজনক বিষয় এই তরুণ ক্রিকেটারের জন্য। এরপর রঞ্জি ট্রফিতেও মুম্বই দল থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। যা পৃথ্বীর জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করে। মুস্তাক আলি ট্রফিতেও রান করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।