🔥 সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা বড় মন্তব্য করেছিলেন বিরাট কোহলির অধিনায়কত্ব সম্পর্কে। তিনি দাবি করেছিলেন যে বিরাট কোহলি ঠিকঠাকভাবে যুবরাজ সিংয়ের কেরিয়ারের শেষ লগ্নে তাঁর সঙ্গে ব্যবহার করেননি। কারণ যুবিকে সেভাবে ফেয়ারওয়েল পেতেও দেখা যায়নি। কিন্তু বিরাট সম্পর্কে অপছন্দের মন্তব্য করার পরই তাঁকে পাল্টা কটুক্ত করা হচ্ছে যা নিয়েই এবার মুখ খুললেন রবিন উথাপ্পা। তিনি অম্বতি রায়াডুর সঙ্গে বিরাটের সম্পর্ক নিয়েও মুখ খুলে বলেছিলেন কোহলি পছন্দ করতেন না রায়াডুকে।
𒈔রবিন উথাপ্পা চরম কটুক্তির মুখে পড়ে অবশেষে মুখ খুললেন। জানিয়ে দিলেন বিরাটের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা নেই। যা বলেছেন, সেটা অধিনায়কত্ব নিয়ে বলছেন। রবিন বলছেন, ‘অনেক ভুল আলোচনা হচ্ছে। আমিও একটা মানুষ, আমার নিজের কথা বলার এবং মন্তব্য করার স্বাধীনতা আছে। অনেক কটুক্তি আমায় শুনতে হচ্ছে শেষ কয়েকদিন ধরে, এটা আমার সঙ্গে আগেও হয়েছে। কিন্তু আমি এমন একজন যে কথা বলতে ভালোবাসি আর নিজের মতামত সৎভাবে সকলের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি ’।
বিতর্কে মুখে নীরবতা ভাঙলেন উথাপ্পা-
ಌরবিনের কথায়, ‘ আমি যে মতামত দিয়েছি, সেটা সত্যি বলে বিশ্বাস করি, সেই কারণেই দিয়েছি। বিরাটের অধিনায়কত্ব নিয়ে ভুল কিছু আমি বলিনি। আমি আমার মত দেব, তোমরা তোমার কথা বলবে। আমরা এমন একটা বিশ্বে বাস করছি যেখানে আমরা কারোর কথা শুনতে বা মানতেই চাইনা। আমি চাই যাতে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। কারোর সঙ্গে মতের মিল নাই থাকতে পারে, তার মানে এটা নয় যে তাঁকে অপমান করতে হবে বা সমালোচনা করতে হবে’।
বিরাটের ক্যাপ্টেন্সিতে ক্ষুব্ধ ছিলেন রবিন-
ﷺভারতীয় দলের তারকা ক্রিকেটার বলছিলেন, তিনি তো বিরাটকে নিয়ে অনেক ভালো কথাও বলেছেন। কিন্তু ওর অধিনায়কত্বের তিনি ফ্যান নয়। তাঁর কথায়, ‘আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিরাটের বিষয় কথা বলিনি, মানুষ হিসেবে ও কেমন সেটাও বলতে চাইনি। আমি আগে বলেছি, যে আমার দেখা সাদা বলের ক্রিকেটের সেরা ক্রিকেটারই ও। যখন কেউ আমায় বলেছে বিরাট কোহলির অবসর নেওয়া উচিত কিনা, আমি বলেছি ও আবার রান পাবে। ওর রানের খিদে থাকলে ওর খেলা উচিত। ও মানুষ হিসেবেও খারাপ নয়, অনেকদিন ধরেই ওকে দেখছি। কিন্তু আমি শুধুই ওর অধিনায়কত্ব নিয়ে কথা বলেছি ’।
💫আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
যুবরাজের হয়ে সওয়াল করেছিলেন রবিন-
๊কদিন আগেই রবি উথাপ্পা দাবি করেছিলেন, ‘বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় যুবরাজ সিংয়ের কেরিয়ারের শেষ লগ্নে খুব একটা ভালো ব্যবহার করেননি। তাঁর মতো কিংবদন্তির আরও ভালো বিদায় প্রয়োজন ছিল। যেটা রোহিত বা বিরাটেরও পাওয়া উচিত, সে যখনই খারাপ সময়ের মধ্যে খারাপ পারফরমেন্স হোক না কেন। আমার মনে হয় বিরাটও ভালো বিদায় পাবে, কারণ ও সেটার যোগ্য। এই খেলার অন্যতম সেরা ক্রিকেটার। আমার মনে হয়, বিরাট চাইলে যুবিকে ভালোভাবে বিদায় দিতেই পারতেন।’