ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছে, যেখানে তিনি ফুটবল জাদুকর লিওনেল মেসির সামনে নিজের ফুটবল স্কিল দেখাচ্ছেন। আইপিএল ২০২৫-এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া👍 এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এবং দুই মহান ক্রীড়াবিদের এই অভাবনীয় কোলাবোরেশন দেখে ভক্তরা এক♈েবারে অবাক।
ভাইরাল হওয়া ক্লিপটির শুরুতে দেখা যায় মেসি ফুটবল নিয়ে হালকা জাগলিং দেখাচ্ছেন। কিছুক্ষণ এমনটা করার পরে টোকা দিয়ে মেসি বলটি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির দিকে পাস দেন। ক্রিকেট মাঠে উইকেটকিপিংয়ের জন্য বিখ্যাত ধোনি সেই বলটি নিয়ে জাগলিং করা শুরু করেন। বাইশ গজের ধোনি, যিনি ফুটবলেরও বড় ভক্ত, তিনি মেসির সামনে কিছু ♌ফুটবল𓄧 স্কিল দেখান। এরপরে তিনিও বলটি মেরে বাইরে বের করে দেন। আসলে এই সম্পূর্ণটাই একটা বিজ্ঞাপন।
দেখুন সেই ভিডিয়ো-
ধোনির ফুটবলের প্রতি ভালোবাসার শুরু স্কুল জীবন থেকেই। ক্রিকেটে আসার আগে তিনি তার স্কুল ফুটবল দলে একজন গোলকিপার ছিলেন। তাঁর গোলকিপিং দক্𒆙ষতা দেখে স্কুলের ক্রীড়া শিক্ষক তাকে স্কুল ক্রিকেট দলের উইকেটকিপারের শূন্যস্থান পূরণ করতে বলেন।
সেখান থেকেই ধোনির ক্রিকেট যাত্রা শুরু হয় এবং আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। রাঁচির এই তারকা ক্রিকেটার পরবর্তীকালে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার হন🉐। ধোনি তার কেরিয়ারে ৬০৮ ইনিংসে মোট ৮২৯টি ডিসমিসাল করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫) এবং দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৯৯৮)-এর পরেই।
আরও পড়ুন … আইপিএল ২০২৫-এ বুমরাহ-শ❀ামির দিকে বিশেষ নজর রাখছে BCCI! কারণ জ🦄ানালেন রোহিত শর্মা
ফুটবল ছেড়ে দিলেও, ধোনির এই খেলাটির প্রতি ভালোবাসা কখনও ম্লান♑ হয়নি। ভারতীয় ক্রিকেট দলে ম্যাচের আগে ওয়ার্ম-আপ হিসেবে ফুটবল খেলার ঐতিহ্য তিনিই শুরু করেন। এমনকি তিনি বলিউড সেলিব্রিটিদের সঙ্গে একাধিক চ্যারিটি ফুটবল ম্যাচও খেলেꦍছেন, যেখানে তাঁর ড্রিবলিং ও শ্যুটিং দক্ষতার ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা।
আরও পড়ুন … ꦇএক ঝটকায় ৮-১০ কিমি গতি বেড়ে যায়! কীভাবে এমনটা হয়েছিল? কী বললেন ভুবনেশ্বর কুমার?
এদিকে, চলতি আইপিএলে (IPL) আবারও ধোনিকে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে দেখা যাচ্ছে, কারণ নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় একটি হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। সম্প্রতি, ধোনির নেতৃত্বেই সিএসকে লখনউ সুপ𒉰ার জায়ান্টস (LSG)-এর বিরুদ্ধে ৫ উইকেটে জয় পায় এবং ব্যাটিং ও দুর্দান্ত উইকেটকিপিংয়ের জন্য ধোনিকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। এরপরে মেসির সঙ্গে মাহির এই বিজ্ঞাপন তাঁর কেরিয়ারে এক অন্য মাত্রা এনে দিয়েছে।