ঋষভ পন্ত একেবারেই ফর্মে নেই। তার উপর লিগ টপার গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের অন্যতম সেরা ব্যাটারকে দলে পেল না লখনউ সুপার জায়ান্টস। স্বাভাবিকভাবেই একদিকে পন্তদ𝔍ের শক্তি যেমন কমল, ঠিক তেমনই ম্যাচের আগেই বাড়তি সুবিধা পেয়ে গেলেন শুভমন গি♏লরা।
শনিবার একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ২৬তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় হোম টিম লখনউয়ের। টস জিতে সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পন্ত শুরুত🎶ে ব্যাট কর⛦ার আমন্ত্রণ জানান অতিথি দল গুজরাট টাইটানসকে।
টস জিতেও অবশ্য এক্ষেত্রে খুশি হওয়ার উপায় ছিল না ঋষভ পন্তের। কেননা তিনি টসের পরেই সমর্থকদের দুঃসংবাদ দেন। জানান যে, নির্ভরযোগ্য অজি ওপেনার মিচেল মার্শ গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামতে পারছেন না। মার্শ কেন খেলছেন না, সেই বিষয়ে বিশেষ জল্পনারও অবকাশ দেননি পন্ত। কেননা পরক্ষণেই 🅷তিনি মিচেলের না খেলার কারণ জানিয়ে দেন। তাতেই বোঝা যায় যে, পেশাদার জীবনের বাইরে খেলোয়াড়দের পারিবারিক জীবনও কতটা গুরুত্বপূর্ণ।
কেন খেলতে নামলেন না মার্শ?
লখনউ দলনায়ক জানান যে, মিচেল মার্শের মেয়ের শরীর ভালো নেই। মেয়ের খেয়াল রাখার জন্যই এই ম্যাচে মাঠে নামছেন না অজি তারকা। মার্শের বদলে লখনউ এই ম্যাচে মাঠে𒅌 নামায় দিল্লির ব্যাটার হিম্মত 🎶সিংকে।
মার্শ বাস্তবিকই চলতি আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি লখনউয়ের হয়ে ৫টি ইনিংসে ব্যাট করে ৫৩.০০ গড়ে ২৬৫ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। মার্শ ১൩৮০.২৭-এর অবিশ্বাস্য স্ট্রাইক♒-রেটে রান সংগ্রহ করেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮১ রানের।
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ
নিকোলাস পুরান, এডেন মার্করাম, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হিম্মত সিং, ডেভিড ম🌼িলার🐲, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠি, আকাশ দীপ, আবেশ খান ও রবি বিষ্ণোই।
লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প
আয়ুষ বাদোনি, প্রিন্স যাদব, 🐓শাহবাজ আহমেদ, ম্যাথিউ ব⛄্রিৎজকে ও শামার জোসেফ।
গুজরাট টাইটানসের প্রথম একাদশ
শুভমন গিল (ক্যাপ্টেন), সাই সুদর্শ❀ন, জোস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফ🐷োর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আরশাদ খান, রশিদ খান, সাই কিশোর ও মহম্মদ সিরাজ।
গুজরাটের ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প
প্রসিধ কৃষ্ণা, মহীপাল লোম🅘রোর, নিশান্ত সিন্ধু, অনূজ রাওয়াত ও🅷 জয়ন্ত যাদব।