༒ বর্তমানে সকলকে অবাক করে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আসলে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা অফ-স্পিনার হিসেবে পরিচিত রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেন তিনি। তার এই সিদ্ধান্ত ক্রিকেট মহলকে অবাক করে দিয়েছে। এর কারণ হল তিনি এখনও বিশ্বের শীর্ষস্থানীয় বোলারদের একজন এবং তার কেরিয়ার সমৃদ্ধ। অশ্বিনের অবসর গ্রহণের সিদ্ধান্তের পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
🦹তবে এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন নিজেই। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কেন হঠাৎ করে অবসর নিলেন? অনেকেই তো চেয়েছিলেন অশ্বিনের অবসর নিলে তাঁর একটা বিদায়ী ম্যাচ হওয়া দরকার। আপনি কি সেটা চাননি?
আরও পড়ুন… ♓Ranji Trophy: জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চান যশস্বী জসওয়াল, কী করবেন সরফরাজ খান?
🦩এই বিষয়ে উত্তর দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, ‘আপনারা ভাবুন যদি আমি একটা বিদায়ী ম্যাচ খেলতে চাইতাম এবং তাতে যদি আমার জায়গা না হত, মানে আমি সেই দলে জায়গা পাওয়া যোগ্য না হতাম তাহলে বিষয়টা কেমন হত। ভাবুন আমি ফেয়ারওয়েল টেস্ট খেলতে চাই বলেই দলে আমার জায়গা হচ্ছে, না এমনটা আমি কখনও চাই না হোক।’ এরপরে তিনি বলেন, ‘হ্যা আমি ভেবেছিলাম আমি আরও খেলতে পারতাম। তবে হ্যা এটা ঠিক যে আগে থেকেই ভালো করে সবটা শেষ হয়েছে। আমি চাই না যে কেউ আমায় বলুক কেন ছাড়ছ না? কেন খেলছ? এটা আমি কখনও চাই না।’
😼অশ্বিন এরপরে বলেন, ‘আমি অনেক দিন ক্রিকেট খেলছি। তবে আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে, আমরা সব সময় যেটা চাই, সেটা সর্বদা পাওয়া যায় না। আমরা বলতে পারি যে, এটা হতে পারত, এমনটা হতে পারত, এটা হলে ভালো হত। কিন্তু সেটা সব সময় হয় না। তবে আমি যখন অবসর নিয়েছিলাম তখন আমার মাথায় এমন কিছু ভাবনা আসেনি। এগুলো আমি আমার অতীত থেকে পাওয়া শিক্ষা থেকে অর্জন করেছি।’
🌸এরপরে তিনি আরও বলেন, ‘আমি খুশি ও আনন্দ পাওয়ার জন্য ক্রিকেট খেলতাম। যতটুকু খেলেছি সেই আনন্দ পাওয়ার জন্যই খেলেছি। এখনও যতটা খেলব সেই আনন্দ পাওয়ার জন্যই খেলতে চাই।’
আরও পড়ুন… ಞকাঁপতে কাঁপতেও সুনীল গাভাসকরের পা ছুঁলেন বিনোদ কাম্বলি, ভাইরাল হচ্ছে ভিডিয়ো
🎃তবে, অশ্বিনের কেরিয়ার যে ভারতীয় ক্রিকেটে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, তা নিশ্চিত। টেস্ট ক্রিকেটে তার ৮০টিরও বেশি সেঞ্চুরি এবং অসংখ্য ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মাধ্যমে তিনি ভারতীয় দলের অন্যতম মূল স্তম্ভ হয়ে উঠেছিলেন। তার অবসরের পর, ভারতীয় ক্রিকেটের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূর্ণ করা সত্যি কঠিন হবে। অশ্বিন তাঁর কেরিয়ারজুড়ে ভারতীয় ক্রিকেটে যে অসামান্য অবদান রেখেছেন, তা কখনও ভুলে যাওয়ার নয়।