ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট বিতর্কের পর ধর্ষণ ও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজাকে। বেশ অনেকটা সময়ের জন্য স্🦩যোশাল মিডিয়ায় তাঁকে দেখা যায়নি। অবশেষ তিনি ফিরলেন ইনস্টাগ্রামে, শেয়ার করে নিলেন একটি রহস্যময় পোস্ট। তিনি ইনস্টাগ্রা🍌মে নিজের একটি ছবি শেয়ার করেন। তাঁর সমস্ত পোস্ট মুছে দেওয়া হয়েছিল। তারপর ফের ফিরে এসে এই প্রথম তিনি ছবি পোস্ট করলেন।
আরও পড়ুন: ফিরছে ‘খুকুমণি’ জুটি! রাহুল-দীপান্বিতা আবার একসঙ্গে ছোট পর্দ🔥ায়, কোন চ্য়ানেল?
নতুন ছবিতে দেখা গিয়েছে বৃষ্টির মধ্যে ছাতা ধরে দূরে তাকিয়ে হাসছেন তিনি। ছবিটি দেখে আন্দাজ করা যাচ🤪্ছে কোনও পাহাড়ি অঞ্চলে এটি তোলা হয়েছে। ছবির পাশাপাশি, অপূর্বা ক্যাপশনে লেখেন, ‘সবচেয়ে অন্ধকার আকাশেও, সবসময় আলোর একটা♚ অবশ্যই আভা থাকে।’
আরও পড়ুন: শ্রাবন্তীর আদুর পিঠে কবিতা লিখছেন শিবপ্রসাদ! কী প্রতিক💛্রিয়া পরিচালক-জায়া জিনিয়ার
বিতর্কের পর তাঁর এই ফিরে আসার সঙ্গে এই ক্যাপশন যে বেশ ইঙ্গিতপূর্ণ তা বলাই যায়। তাঁর এই ছবি দেখে একজন মন্তব্যে করেছেন, ‘ভালো লাগছে, এটাই সবচেয়ে সুন্দর 🔯প্রত্যাবর্তন।’ আরেকজন অনুরাগী লেখেন, ‘অব♉শেষে, সে ফিরে এসেছে!’
আরও পড়ুন: 'ফ্লোরের মধ্যে চ্যাংড়ামো…', মেগᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚায় কাজ করতে না চাওয়ার কারণ নিয়🐭ে বিস্ফোরক অনামিকা!
প্রসঙ্গত, জানুয়ারিতে সময় রায়নার শো 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এ উপস্থিত হয়েছিলেন অপূর্বা। তাঁর𝔉 সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। তিনি বাবা-মায়ের যৌনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। আর তা করেই তীব্র সমালোচনার মুখে পড়েন রণবীর, বাদ যাননি অপূর্বাও। তাঁরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, তা নিয়েও যথেষ্ঠ বিতর্ক দানা বেঁধেছিল। সময়, রণবীরদের সঙ্গে আইনি জটিলতার শিকার হতে হয় অপূর্বাকেও। তাঁদের মন্তব্যের জন্য একাধিক এফআইআরও হয়।
আরও পড়ুন: নেশায় বুঁদ হয়ে ঘুমোচ্ছিলেন ঋ ও শ্রিয়া, মদেಌ চুর ভিক্টো নাকি বোঝেনইনি সেটা দিন না রাত!
৩০⛦ লক্ষেরও বেশি অনুসারী অপূর্বার। সমাজমাধ্যমে তিনি 'দ্য রেবেল কিড' নামে পরিচিত। তবে এই ঘটনার পর তাঁকে নানা ভাবে হেনস্থা হতে হয়। তিনি লেখেন, ‘আমি আমার ডিএম পড়তে শুরু করেছিলাম। সেখানে লোকজন বলেছিলেন কীভাবে তাঁরা আমাকে ধর্ষণ করতে চান, অ্যাসিড ছুঁড়ে মারতে চান।’ এরপর প্রচন্ড ভাবে ভেঙে পড়েন অপূর্বা।