বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ইদ পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়িয়েছিল। এখন শোনা যাচ্ছে, সত্যিই ৫৭ বছর বয়সে এসে ফের নাকি বাবা হতে চলেছেন আরবাজ খান। অর্থাৎ বি🌌য়ের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন সুরা খান। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সুরা গর্ভবতী।
💦এর আগে, অর্পিতা খান শর্মার বাড়িতে আয়োজিত ইদের পার্টিতে ঢোকার সময় আরবাজ খান তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। পাপারাৎজিরা ছবি তোলার জন্য অনুরোধ করলে, তিনি সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্য়ামেরায় পোজ দেন সলমনের ভাই। আর তখনই সন্দেহ দඣানা বাঁধতে থাকে। তবে কি সুরা অন্তঃসত্ত্বা?
আর এবার ডাক্তারের ক্লিনিকের বাইরে লেন্সবন্দি꧃ হলেন আরবাজ ও সুরা। আর সেই ভিডিওতে বেশ স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে সুরার বেবি বাম্প।
দেখুন সেই ভিডিয়ো…
আরবাজ এবং সুরার ভিডিও ১৫ এপ্রিল পিঙ্কভিলার তরফে শেয়ার করা হয়। ভিডিওর শুরুতে আরবাজকে সুরার হাত ধরে তাঁকে ক্লিনিকে নিয়ে যেতে দেখা যায়। আর ঠিক তখনই সুরার নজর ক্যামেরায় পড়ে। সুরা আরবাজকে জানান যে কেউ তাঁদের রেকর্ড করছেন। আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তাঁর বেবি বাম্প ঢেকে দেন। 🃏আর তাতেই সন্দেহ আরও বেশি করে দানা বাঁধতে থাকে। যদিও তবে, আরবাজ বা সুরা কেউই ꧟বাবা-মা হতে চলার খবর নিশ্চিত করেননি।