বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ইদ পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়িয়েছিল। এখন শোনা যাচ্ছে, সত্যিই ৫৭ বছর বয়সে এসে ফের নাকি বাবা হতে চলেছেন আরবাজ খান। অর্থাৎ বিয়ের দেড় বছরের মাথায় মা হতে চলেꦗছেন সুরা খান। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সুরা গর্ভবতী।
এর আগে, অর্পিতা খান শর্মার বাড়িতে আয়োজিত ইদের পার্টিতে ঢোকার সময় আরবাজ খান তাঁর দ্বিতীয় স্ত্রী সু♛রা খানের সঙ্গে ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। পাপারাৎজি꧂রা ছবি তোলার জন্য অনুরোধ করলে, তিনি সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্য়ামেরায় পোজ দেন সলমনের ভাই। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে। তবে কি সুরা অন্তঃসত্ত্বা?
আর এবার ডাক্তারের ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হলেন আরবাজ ও সুরা। আর সেই ভিডিওতে বেশ স্পষ্ট স্পষ্ট বোঝা য♏াচ্ছে সুরার বেবি বাম্প।
দেখুন সেই ভিডিয়ো…
আরবাজ এবং সুরার ভিডিও ১৫ এপ্রিল পিঙ্কভিলার তরফে শেয়ার করা হয়। ভিডিওর শুরুতে আরবাজকে সুরার হাত ধরে তাঁকে ক্লিনিকে নিয়ে যেতে দেখা যায়। আর ঠিক তখনই সুরার নজর ক🦋্যামেরায় পড়ে। সুরা আরবাজকে জানান যে কেউ তাঁদের রেকর্ড করছেন। আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তাঁর বেবি বাম্প ঢেকে দেন। আর তাতেই সন্দেহ আরও বেশি করে দানা বাঁধতে থাকে। যদিও তবে, আরবাজ বা সুরা কেউই বাবা-মা হতে চলার খবর নিশ্চিত করেননি।
আরবাজের দ্বিতীয় বিয়ে
মলাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সাথে সম্পর্ক ভাঙার পর২০২৩ সালের ২৪শে ডিসেম্বর মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করেন বছর ৫৬র আরবাজ। সু🎃রা খান বলিউড বেশ প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট এবং ‘পটনা শুক্লা’ ছবির সেটে আরবাজ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। আরবাজের বিয়েতে তাঁর পাশে ছিল গোটা খান পরিবার♔। এমনকি সেদিন বাবা ও সৎ মায়ের পাশে ছিল আরবাজ-মালাইকার একমাত্র ছেলে আরহানও।
প্রসঙ্গত, বর্তমানে এই দম্পতির একজনের꧃ বয়স ৫৭, আরেকজনের বয়স ৩৫। হ্যাঁ, আরবাজ খান ও সুরা♉ খানের মধ্যে বয়সের পার্থক্য ২২ বছরের। তবু এখনও পর্যন্ত সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিপাড়ার এই দম্পতি।