🐻সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘নাদানিয়ান’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ সেরেছেন। তবে তাঁর ছবি মুক্তির আগে থেকেই তাঁকে ঘিরে ছিল আলোকবৃত্ত। ‘স্টার কিড’দের পক্ষে সেটাই অবশ্য স্বাভাবিক। কিন্তু এতেই বিষয়টা থেমে ছিল না। গুঞ্জন শোনা যাচ্ছিল ছিল যে তিনি নাকি শ্বেতা তিওয়ারি এবং রাজা চৌধুরীর মেয়ে পলক তিওয়ারির সঙ্গে ডেটিং করছেন। অবশেষে ফিল্মফেয়ারের সঙ্গে কথা বলার সময়, ইব্রাহিম তাঁর ডেটিং গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন।তিনি জানান তাঁরা কেবল একে অপরের ভালো বন্ধু।
𓆏ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি মিস পলক তিওয়ারি সম্পর্কে কিছু বলতে চান? এই প্রশ্নে খানিক দ্বিধাগ্রস্থই হয়ে পড়েন অভিনেতা। এই বিষয় নিয়ে খুব বিস্তারিত ভাবেও কথা বলতে চাননি ইব্রাহিম। তিনি জানান, তাঁরা একে অপরের 'ভালো বন্ধু'। তাছাড়াও পলক যে বেশ 'মিষ্টি' সে কথাও বলেন। তাঁর কথায়, ‘ও আমার ভালো বন্ধু। হ্যাঁ, ও খুব মিষ্টি। তবে এটুকুই।’
আরও পড়ুন:🐻 'আমি সেরা হতে চেয়েছিলাম…', প্রিয়াঙ্কার সঙ্গে দ্বন্দ নিয়ে অকপট করিনা!
✃প্রসঙ্গত, ইব্রাহিম এবং পলককে বহুবার একসঙ্গে নানা জায়গায় নজর কাড়তে দেখা গিয়েছে। গুঞ্জন তাঁরা নাকি একসঙ্গে মলদ্বীপ এবং গোয়ায় ছুটিও কাটিয়েছেন । তবে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেই তাঁরা বন্ধুর বাইরে অন্য কোনও জবাব দেন না। পলকও এক সাক্ষাৎকারেও বলেছিলেন তাঁরা কেবল বন্ধুই, তার বেশি কিছু নয়।
💦ইব্রাহিম আরও জানান যে, ছোটবেলায় দীপিকা পাড়ুকোনের উপর তাঁর ক্রাশ ছিল। দীপিকার সঙ্গে কাজ প্রসঙ্গেও নানা কথা ভাগ করে নেন সইফ-পুত্র। তিনি বলেন, 'আমার মনে আছে, তখন আমার সাত-আট বছর বয়স ছিল। আমার বাবা যুক্তরাজ্যে ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' ছবির শ্যুটিং করছিলেন। কী অসাধারণ সিনেমা! আর আমি ভাবছিলাম, বাহ! দীপিকা পাড়ুকোন। তখনই আমি প্রথম ওঁকে দেখে ক্রাশ খেয়ে যাই। আমি খুব ছোট ছিলাম ঠিকই, কিন্তু তখন থেকেই ওঁর প্রতি আমার মুগ্ধতা ছিল। আমি দীপিকাকে দেখতে চাইতাম। আর তখনই বুঝতে পারি আমার বাবা একজন বড় অভিনেতা। কারণ তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করছেন।'
ꦇকাজের সূত্রে, ২০২৫ সালে শাওনা গৌতমের রোম্যান্টিক কমেডি ‘নাদানিয়ান’ দিয়ে ইব্রাহিম বিনোদনের দুনিয়ায় পা রাখেন। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল খুশি কাপুরকে। তবে ছবির গল্প এবং অভিনয়ের জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল নায়ককে। তাছাড়াও অভিনেতা কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে একটি ছবির কাজ করেছেন। শ্রীলীলার সঙ্গেও তাঁর একটি ছবি আসছে। অন্যদিকে, পলক ওয়েব সিরিজ ‘রোজি’ দিয়ে আত্মপ্রকাশ করেছেন। শেষবার তাঁকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে দেখা গিয়েছিল।