একসময় বলিউডের সবচেয়ে চর্চিত গসিপ হয়ে উঠেছিল বিবাহিত, দুই💃 সন্তানের বাবা বনি কাপুরের সঙ্গে মোনা সুরির প্রেম। আর এই প্রেমের চর্চা এতটাই বেশি ছিল যে, ইন্ডাস্ট্রির একটা অংশღ পরোক্ষভাবে আঙুল তুলেছিল মোনার দিকে। এমনকী, অর্জুন কাপুরের মায়ের কাছে সেই সময় পরামর্শ আসে অভিনেত্রী, সুপারস্টার, সেনসেশন শ্রীদেবীর সঙ্গে পাল্লা দিতে, নিজেকে রোগা করার। পার্লারে গিয়ে সাজুগুজু করার।
একটি পুরনো সাক্ষাৎকারে, ডিএনএ-র সঙ্গে কথাপ্রসঙ্গে মোনা জানিয়েছিলেন যে, ‘একজন নায়িকার সঙ্গে আমার তুলনা টানা হচ্ছিল। গোটা ব্যাপারটা আসলেই খুব অপমানজনক ছিল। আমাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকে হেয় মনে করানো হচ্ছিল। ইন্ডাস্ট্রির বউরা আমাকে পরামর্শ দি🌊য়েছিলেন, 'ওজন কমাও না কেন? পার্লারে যাও, স্পা করাও না কেন'?’
‘একটা𓄧 সময়ের পর আমি বুঝেছিলাম যে, আমাকে উঠে দাঁড়াতেই হবে। নতুন করে পথ চলা শুরু করতে হবে। আমার মা-বাবাকে ব﷽লেছিলাম যে, এবার আমাকে একটা নিজস্ব পরিচয় তৈরি করতে হবে।’, আরও বলেছলেন মোনা।
মোনা আরও জানিয়েছিলেন যে, তাঁর এক বন্ধুর মায়ের🍌 দেওয়া উপদেশ, তাঁর জীবন বদলে দি𓆉য়েছিল। ‘যদি কারো জীবনে তোমার জন্য কোন স্থান না থাকে, তাহলে তোমার জীবনেও তাদের জন্য কোন স্থান থাকা উচিত নয়।’ এই কথা আকাশবাণী হিসেবে কাজ করে মোনার জীবনে। ‘এটি ছিল আমার আকাশবাণী। আমি বুঝতে পেরেছিলাম যে আমি ব্যর্থ হইনি - আমার সম্পর্ক ব্যর্থ হয়েছে!’, বলেছিলেন বনির ১ম স্ত্রী।
শ্রীদেবী এবং বনি কাপুর ১৯৯৬ সালের জুন মাসে বিয়ে করেন। মিস্টার ইন্ডিয়া অভ𒐪িনেত্রী গর্ভবতী হওয়ার পর ১৯৯৭ সালে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি অর্জুনও একসময়। স্কুল ছাড়েন,অবসাদ গ্রাস করে, বেড়ে গিღয়েছিল ওজন।
তবে মোনা, অর্জুন ও অংশুলা কাপুর একে-অপরের ঢাল হয়ে দাঁড়ান। ২০১২ সালের ২৫ মার্চ🌌, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর, মাল্টি অর🤪গান ফেলইয়োরের কারণে মোনা শৌরি কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ২ সন্তান অর্জুন এবং অংশুলা হামেশাই মাকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে।