ꦬ খুব শীঘ্রই বাবা-মা হচ্ছেন দীপঙ্কর ও অহনা। তাঁদের সুখের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। আপাতত অন্তঃসত্ত্বাকালীন এই সময়টা হাসিখুশিই কাটাচ্ছেন টেলিপর্দার 'মিশকা' ওরফে অহনা দত্ত। এবার তাঁরা আলাপ করালেন তাঁদের আরও দুই সন্তান মিষ্টি ও চিনির সঙ্গে। সঙ্গে শ্বশুরমশাই ও প্রয়াত শাশুড়ি মায়ের সঙ্গেও আলাপ করালেন অভিনেত্রী।
কিন্তু নিশ্চয় ভাবছেন মিষ্টি ও চিনি, এরাঁ কারা?
🍰এরা আর কেউ নয়। অহনা ও দীপঙ্করের আদরের দুই পোষ্য। ১৫ এপ্রিল নববর্ষ উপলক্ষ্যে দীপঙ্করের সঙ্গে যৌথ একটি পোস্টে মিষ্টি, চিনি ও বৃদ্ধ শ্বশুর মশাই ও প্রয়াত শাশুড়ি মা, যাঁর ছবি কিনা তাঁদের বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে, এঁদের সকলের সঙ্গে আলাপ করিয়েছেন অভিনেত্রী।
𒁃তবে পুরো পোস্টটি লেখা হয়েছে আদরের পোষ্য মিষ্টির বয়ানে। সে লিখেছে, ‘আমি মিষ্টি ( পোষ্যর ইমোজি )ছবিতে যে আমার সাথে খেলছে ওটা আমার বোন চিনি (কুকুরের ইমোজি)। মা, বাবা, দাদু, ঠাকুমার সাথেই আমরা থাকি। আমি অনেকটাই ছোটো আমার বোন আমার থেকেও অনেক ছোটো। কিন্তু ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এটাই এখন চিন্তার বিষয় ভয় হয় কয়েক দিন পর আমি যদি ওর সাথে যুদ্ধে হেরে যাই। আমার মা খুব ভালো অল্প বকে আর অনেকটা ভালোবাসে। এখন সারা দিন মার সাথেই থাকি জানিনা কেন মা এখন বাড়িতে থাকে ,দাদু বলছিল আমাদের নাকি একটা ভাই বা বোনু আসছে।'
🤪ফের সে লিখেছেন, 'এখন মায়ের কাছে বেশি লাফালাফি করলে দাদু বকাবকি করে আমি রাগ করি না আমি জানি দাদু একটু পাকা (হাসির ইমোজি) হ্যাঁ ছবিতে যাকে টারজানৃএর মত খালি গায়ে দেখছেন উনিই আমাদের দাদু আমার আর বোনের খেয়াল উনিই রাখেন, কিন্তু একটু পাকা।(বিস্ময়ের ইমোজি) উনি যেন জানতে না পারে ওনাকে পাকা বলেছি (মজার ইমোজি)। ছবিতে যে handsome ছেলে টিকে দেখছেন উনিই আমাদের বাবা। উনি দাদুর থেকেও পাকা কারণ উনি দাদুর থেকেও বেশি বকে আর খুব চটকায়। ছবিতে যাকে সব থেকে মিষ্টি লাগছে উনি আমাদের ঠাকুমা (লাভ ইমোজি) ঠাকুমা আমাকে খুব ভালোবাসে কিন্তু ঠাকুমা কে এখন দেখতে পাইনা। বাবা-মা বলে ঠাকুমা কয়েক দিন পরেই আসবেন। মা বলে মা, বাবা, ঠাকুমা, দাদু কে যিনি বানিয়েছেন আমাকে আর বোনকেও তিনি বানিয়েছেন আমি তাকে কোনো দিন দেখিনি কিন্তু তিনি নাকি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকে। আপনাদের মত এটা আমার পরিবারের গল্প। আমাদের বাড়ির সামনেই আমার কয়েকটা বন্ধু থাকে যাই তাদের শুভ নববর্ষ বলে আসি (কুকুরের ইমোজি) আপনাদের ও শুভ নববর্ষ’।
✤এই পোস্টের নিচে বহু নেটিজেন কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘ছোট্টো একটা পরিবারের গল্প …(লাভ ইমোজি) ছোট্টো হলে কি হবে কিন্ত খুবই মিষ্টি একটা গল্প।’ আবার কেউ লিখেছেন, ‘বাহ বেশ সুন্দর…’। অনেকেই আবার ভালোবাসা জানিয়েছেন।