♌অনেক দিন ধরে স্তন ক্যানসারে ভুগছেন হিনা খান। তিনি নিজেই একটি পোস্টের মাধ্যমে তাঁর এই রোগের কথা জানিয়েছিলেন ভক্তদের। শুধু তাই নয় তারপর থেকে তিনি নানা ছবি ও ভিডিয়ো প্রকাশ করে, তাঁর শারীরিক অবস্থার নানা আপডেট ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু নিজের অসুস্থতা নিয়ে স্যোশাল মিডিয়ায় এত অকপট কীভাবে? এই প্রসঙ্গে মুখ খুললেন হিনা।
♔বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানিয়েছেন যে, তিনি এখন পর্যন্ত যা শেয়ার করেছেন তা তাঁর অভিজ্ঞতার ১ শতাংশেরও কম। তাঁর মতে অনেক অনুপ্রেরণামূলক বিষয়ও তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে চান। কিন্তু তিনি তা করবেন তখনই যখন তিনি নিজেও মন থেকে তৈরি থাকবেন৷ এলোমেলো নয় বরং সাবধানে তিনি এই সব বিষয়গুলি নিয়ে একে একে কথা বলবেন।
আরও পড়ুন: 🍌মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’! মুক্তিযুদ্ধ দেখানোই কি এর কারণ
⛎হিনা জানান যে, প্রত্যেকে ব্যক্তিগত হোক বা পেশাগত হোক জীবনের বিভিন্ন পর্যায়ে নানা সমস্যার মুখোমুখি হন। তিনি ছোট পর্দা থেকে দূরে সরে গিয়ে যখন অন্যান্য মাধ্যমেই কেবল কাজ করবেন বলে ভাবেন সেটা ওঁর জন্য খুব একটা সহজ ছিল না। কারণ স্থিতিশীল কিছু ছেড়ে দিয়ে একটি নতুন কর্মজীবন বেছে নিতে অনেকটা সাহস লাগে।
🐷তাঁর মতে, অসুবিধার মুখোমুখি হয়ে, পালানোর বা এড়ানোর উচিত নয়, বরং এর মুখোমুখি হতে হবে। সমস্যা হলে যতই ভেঙ্গে পড়ুন না কেন শেষ পর্যন্ত নিজেকেই সাহসের সঙ্গে এর মোকাবিলা করতে হবে। আসলে প্রত্যেকের একটা নিজস্ব জার্নি রয়েছে। কান্নাকাটি বা অন্য কোনও পদ্ধতির মাধ্যমে হোক, প্রত্যেকেরই নিজের নিরাময়ের জন্য প্রয়োজনীয় সময় নেওয়া উচিত।
আরও পড়ুন: ✤হিট সিনেমা 'কাহো না পেয়ার হ্যায়’ থেকে শেষ মুহূর্তে বাদ! করিনাকে সরানো নিয়ে মুখ খুললেন আমিশা
🏅হিনা কীভাবে নিজেকে সব সময় পজেটিভ রাখতেন সে সম্পর্কেও আরও নানা কথা খোলাসা করেন। এ প্রসঙ্গে তিনি জানান তাঁর পরিবারই তাঁর শক্তি। তিনি তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতিটি পদক্ষেপে সঙ্গে পেয়েছিলেন বলেই তিনি নিজেকে পজেটিভ রাখতে পেরেছেন। এত কষ্টের মধ্যে থাকার পরও হিনা তার কাজকে উপভোগ করেন, যেমন তার শো প্রচার করা, অভিনয় করা, এইসব তিনি কখনও বোঝা বলে মনে করেন না। তিনি সাজসজ্জা, মেকআপ করা, ফটো তোলা এবং মিডিয়ার সঙ্গে কথোপকথন করতেও পছন্দ করেন।