🥀এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড থেকে টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি বলিউডেও পা রেখেছেন। কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়েই অভিনেত্রী থাকেন চর্চায়। সদ্য তাঁকে ওপার বাংলার আদিবাসীদের উপর হওয়া হামলা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল। কিন্তু এর মাঝে আমচাকই পোষ্যকে নিয়ে ছুটলেন চিকিৎসকের কাছে! লিখলেন তিনি ও তাঁর পোষ্য নাকি ভুগছেন একই অসুখে! হঠাৎ কী হল নায়িকার?
কী ঘটেছে?
ღরবিবার দুপুরে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায় নিজেকে ও পোষ্যকে গরম পোশাকে ঢেকে গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছেন অভিনেত্রী। তাঁর পরনে কালো জ্যাকেট, ব্লু ডেনিম এবং মাথায় কমলা রঙের টুপি ছিল। অন্যদিকে, নায়িকা তাঁর পোষ্যকে পরিয়ে ছিলেন একটি সবুজ রঙের জ্যাকেট। পোষ্যকে কোলে বসিয়ে আদর করতে করতে তিনি নিয়ে যাচ্ছিলেন ডাক্তারের কাছে। ভিডিয়োটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, 'আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য জিমির সঙ্গে আলাপ করুন। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমাদের দু'জনেরই ঠান্ডা লেগে গিয়েছে।'
আরও পড়ুন: ♊'তুমি পারফেক্ট …' গৌরব হঠাৎ কেন এমন কমপ্লিমেন্ট দিলেন বউ ঋদ্ধিমাকে?
কে কী লিখছেন?
🧸অভিনেত্রীর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা কমেন্টে ভরে দিয়েছেন। এই শীতের মরশুমে এখন ঘরে ঘরে সর্দি-কাশি। তাই এক অনুরাগী লিখেছেন, 'তোমাদের দুজনকেই সুন্দর লাগছে। জানো আমারও অবস্থা তোমাদের মতো। আমারও খুব সর্দি-কাশি হয়েছে, কান-নাক সব বন্ধ, কিন্তু তবুও পার্টি করছি। তোমরা দু'জন নিজের স্বাস্থ্যের খুব যত্ন নাও।' আর একজন অভিনেত্রী দেশী কুকুরকে অ্যাডপ্ট করেছেন বলে তাঁকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, 'অনেক ধন্যবাদ দেশী কুকুর অ্যাডপ্ট করার জন্য।'
🃏প্রসঙ্গত, জয়া বহু দর্শকের প্রিয় অভিনেত্রী হলেও, তাঁকে অনেক সময়ই নানা কটাক্ষের মুখে পড়তে হয়। কিছুদিন আগে বাঙালির ঐতিহ্যশালী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দিতেই জয়ার উপর চটেছিল তাঁর দেশের মানুষরা। মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন জয়া। সেখানেই একদম অন্যভাবে জামদানি শাড়ি পরে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নায়িকা। ধুতি স্টাইলে শাড়িটি পরেছিলেন তিনি।
আরও পড়ুন: ൲চাদরের নীচে বরের আদরে বুঁদ অহনা! মা মানেনি ডিভোর্সি দীপঙ্করকে, না-জানিয়েই বিয়ে 'মিশকা'র
ꦦতবে এইসবের পরও দেশের মানুষের পাশেই জয়া। নতুন বছরের শুরতেই নতুন করে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। আক্রান্ত হন ওপার বাংলার আদিবাসীরা। পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকার পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আদিবাসী ছাত্র গুরুতর আহত হয়েছিলেন। এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন জয়া আহসান।