২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘তনু ওয়েডস মনু’ সিনেমাটি। ৪ বছর পর ২০১৫ সালে মুক্তি পায🐭় দ্বিতীয় পর্বটি। দ্বিতীয় পর্বে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্কনা রানাওয়াত। এবার কি তৃতীয় পর্বের কঙ্কনাকে ট্রিপল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে? তৃতীয় পর্বেও 🎀কি অভিনয় করবেন মাধবন?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাধবনকে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার তৃতীয় পরꦬ্বের কথা জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, আমার সত্যি কোনও ধারণা নেই এই বিষয়ে। সবেমাত্র ইনস্টাগ্রামಞে তৃতীয় পর্বের কথা দেখলাম আমি। অনেকে আমাকে অনেক প্রশ্ন করছেন। কিন্তু আনন্দ (সিনেমার পরিচালক) বা অন্য কেউ আমাকে এই বিষয়ে কোনও কথা বলেননি।
আরও পড়ুন: ‘অরဣ্ধেক সব সময় ভালো..’ ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর পর কেন ꦅবললেন অভিষেক?
আরও পড়ুন: ⛦সইফের আক্রমণকারীর ছবিতে ছয়লা🌺প মুম্বই শহর! পোস্টার টাঙিয়ে কী লিখল পুলিশ?
তৃতীয় পর্বের কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি জানি না আদৌ স্ক্রিপ্ট তৈরি হয়েছে কিনা। হয়তো তৃতীয় পর্বে আমাকে নেওয়া হবে না। হয়তো ♍আমাকে প্রতিস্থাপন করা হবে। সত্যি বলতে এই বিষয়ে আমি কিছুই বুঝতে পারছি না। সময় এলে অবশ্যই বুঝতে পারব।
কিছু মাস আগে ইউটিউবার জেবি কয়েককে তিনি বলেছিলেন, একটা গল্পের মধ্যে বারবার অভিনয় করা যায় না। একই অভিনয় করলে খুব মুশকিল হয়ে যায়। আমি কখনওই একই সিক্যুয়েল বারবার করতে চাই না। যদি ‘তনু ওয়েডস মনু’ সিনেমার কোনও পর্বে আমাকে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে আমি প্রত্যাখ্যান✅ করব।
আরও পড়ুন: ‘রোশন পরিবার স্বজনপ্রীতꦚি ꦇতো...’ রাকেশ রোশন সম্পর্কে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া?
প্রসঙ্গত, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর ২০১৫ সালে দ্বিতীয় পর্ব তৈরি করা হয়। দ্বিতীয় পর্ব🔥টি কঙ্কনার চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মাধবনের খুব একটা গুরুত্ব ছিল না ওই সিনেমায়। তৃতীয় পর্বেও যে তেমনি ভাবে সেই আন্দাজ হয়তো আগে থেকেই করেছেন অভিনেতা, তাই অফার এলেও হয়তো তিনি এই সিনেমায় অভিনয় করতে রাজি হবেন না।