𒁏 অভিনেত্রী রূপালির বিরুদ্ধে তাঁর সৎ মেয়ের বিস্ফোরক অভিযোগের কথা এতদিনে সকলের জানা। এই ঘটনার পর গত নভেম্বরেই সৎ মেয়ে এষা বর্মার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন রূপালি গঙ্গোপাধ্যায়। আর এবার এষার বিরুদ্ধে ফৌজদারি আইনে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আরও একটা মানহানির মামলা দায়ের করলেন টেলিপর্দার 'অনুপমা'। জানা যাচ্ছে ৭ জানুয়ারি এই মামলাটি দায়ের করা হয়েছে।
🔜এই মামলা দায়ের কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন রূপালি আইনজীবী রইস খান। তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ আমরা দেওয়ানির পর ফৌজদারি আইনেও আরও একটা মানহানির মামলা দায়ের করেছি। অপরাধ ছাড়া কোনোও ব্যক্তিরই জনসাধারণের কাছে মানহানির যন্ত্রণা সহ্য করা উচিত নয়। এই মামলাটি এটাই স্পষ্ট করে যে ন্যায়বিচার হল একজনের সুনাম নষ্ট করার মতো খারাপ প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঢাল।’ জানা যাচ্ছে ভারতীয় দণ্ডবিধির ৩৫৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১১ নভেম্বর দেওয়ানি আইনে মানহানির মামলা দায়ের করেছিলেন রূপালী।
⭕আরও পড়ুন-সইফের উপর হামলার পর হেডফোন কিনতে যায় অপরাধী, সামনে CCTV ফুটেজ, কী বলছেন দোকানদার?
🅺এদিকে সম্প্রতি বম্বে হাইকোর্ট রূপালিকে স্বস্তি দিয়ে এষাকে তাঁর বিরুদ্ধ এধরনের মানহানিকর বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে।
🌠প্রসঙ্গত, ২০২০ সালের এষা বর্মার একটা পুরানো পোস্ট সোশ্যাল মিডিয়ার হাত ধরে অতি সম্প্রতি পুণরায় সামনে এসেছে। যেখানে এষা সৎ মা রূপালির হাতে তাঁর এবং তাঁর মায়ের নির্যাতিত হওয়া ও অসম্মানের কথা বলেছেন এষা। প্রসঙ্গত রূপালি এষার বাবা অশ্বিন বর্মার বর্তমান স্ত্রী। নভেম্বর শুরুতে একাধিক পোস্ট এবং সাক্ষাৎকারে এষা রুপালিকেই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের জন্য দায়ী করেছিলেন।
🦩তবে এই ঘটনার পর রূপালি সৎ মেয়ের মন্তব্যের কোনও জবাব সরাসরি দেননি। তবে পরে তার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, তিনি এষার এই অভিযোগ শুনে 'হতবাক ও গভীরভাবে বিচলিত'। রূপালী নোটিশে বলেন, একসময় তিনিই এষাকে তাঁর অভিনয়ের ইচ্ছে পূরণ করতে সাহায্য করেছিলেন। এমনকি রুপালি এষাকে বিভিন্ন ফটোশ্যুট আর অডিশন দিতে সাহায্য করেছিলেন। এধরনের কার্যকলাপের ফলে তাঁর কেরিয়ার ও আর্থিক ক্ষতি হয়েছে বলেও নোটিশে বলা হয়। এমনকি অভিনেত্রী তাঁর ছেলেকে জনসমক্ষে টেনে আনার জন্য এষাকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেন।
🍸রূপালী গঙ্গোপাধ্যায়ের এই মমলা দায়েরের পরপরই নিজের অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে দেন এষা বর্মা। এমনকি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও প্রাইভেট করে দেন।