🍒 বৃহস্পতিবার ভোরবেলায় বাড়িতে আচমকাই হামলাকারীর ছুরির আঘাতে আহত হন সইফ আলি খান। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানেই চলে চিকিৎসা। অপারেশনের পর আপাতত স্থিতিশীল অভিনেতা।
👍অভিনেতার বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো হতবাক গোটা বলিউড। এমন ঘটনা এর আগে শোনা যায়নি কোথাও। কিন্তু কীভাবে চরম নিরাপত্তা থাকা সত্ত্বেও বাড়িতে ঢুকে পড়ল এক ব্যক্তি? প্রশ্ন উঠেছে সেখানেই।
আরও পড়ুন: 𒊎'লোকে ফ্লপনীতাও বলেছিল', হেটার্সদের মুখে ঝামা ঘষে বেঙ্গল টপার পরিণীতা! কড়া জবাব উদয়ের
আরও পড়ুন:🍬 বরের ক্রিকেট দলের মালিকের অন্ধ ভক্ত প্রিয়া! রিঙ্কুর হবু বউ বললেন, 'আমি শাহরুখের নতুন ছবি...'
ღনবাব পুত্রের ওপর হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ চলে আসে পুলিশের কাছে। দেখা যায় হামলাকারীর মুখ। গলায় গামছা, পিঠে ব্যাগ সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে থাকে দেখা যায় হামলাকারীকে।
൲ক্যামেরার ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে বান্দ্রা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। কিন্তু সেখানেই প্রশ্ন উঠেছে, কীভাবে বাড়ির মধ্যে ঢুকে গেল ওই ব্যক্তি? চরম নিরাপত্তা থাকা সত্ত্বেও কখন বা ঢুকলো সে?
𒁃প্রথমে যে কটি ফুটেজ পাওয়া গিয়েছিল সেখানে কোথাও ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করার দৃশ্য চোখে পড়েনি। স্বাভাবিকভাবেই সন্দেহ হচ্ছিল হয়ত বাড়ির কেউ এই ব্যাপারে জড়িত রয়েছে। কিন্তু তারপরেই অন্য একটি ফুটেজ সামনে উঠে এল।
🎀নতুন যে ফুটেজ সামনে উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে, মুখে গামছা বেঁধে ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করছে ওই ব্যক্তি। চারিপাশে কেউ নেই। সাবধানী পদক্ষেপে এদিক-ওদিক দেখে কোনও শব্দ না করে ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখা গেল তাকে।
আরও পড়ুন: 🍒‘কাজল কাকিমা প্রেম করছে….’, অতীত ভুলে সুদীপের ‘চিরসখা’ হবেন অপরাজিতা? সামনে এল প্রচার ঝলক
💧প্রসঙ্গত, মুম্বাইয়ের বন্দ্রা এলাকায় সদগুরু শরণ ভবনের ১২ তলায় থাকেন সপরিবারে থাকেন অভিনেতা। হামলার সময় বাড়ির প্রত্যেক সদস্য ঘুমিয়েছিলেন। বাড়ির এক ন্যানির প্রথম দেখতে পান ওই ব্যক্তিকে, চিৎকার করায় ছুটে আসেন অভিনেতা। ধস্তাধস্তির পর হঠাৎ করেই অভিনেতার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় সে।