অভিনেতা সলমন খান (Salman Khan) নতুন করে মৃত্যু হুমকির শিকার হয়েছেন। সোমবার সকালে, খবর পাওয়া গিয়েছে যে, মুম্বই ট্রাফিক পুলিশের হেলপ ꦗলাইন ওয়াটসঅ⭕্য়াপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তারা অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করবে এবং তাঁর গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। মুম্বই পুলিশ নতুন করে একটি অভিযোগ দায়ের করেছে এবং এখন তদন্ত করছে।
সলমন খানকে নতুন করে প্রাণনাশের হুমকি
সোমবার সকালে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে যে, সলমন খান অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নতুন করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। মুম্ব🍰ই ট্রাফিক পুলিশের হেল্পলাইনের WhatsApp নম্বরে পাঠানো টেক্সট ম্যাসেজে অভিনেতাকে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। অভিনেতা তাঁর পরিবারের সঙ্গে মুম্বইয়ের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টে-এ বাস করেন। গত বছর, বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত গুন্ডারা সলমনের বাড়িতে গুলি চালিয়েছিল, যার পরে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। গ💦ত ২ বছরে পঞ্চমবার হুমকি পেলেন তিনি।
সালমান খানকে ঘন ঘন মৃত্যুহুমকি
গত ২ বছর, সলমন এবং তাঁর পরিবারের সদস্য-সহ বাবা সেলিম খান, অসংখ্য মৃত্যুহুমকির শিকার হয়েছেন। গত বছর, মুম্বই পুলিশ অভিনেতাকে তার পাণভেল ফার্মহাউসে হত্যা করার একটি ষড়যন্ত্রের কথাও উন্মোচন করেছিল। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের গুন্ডারা অভিনেতাকে ফলো করে তাঁকে ফার্মহাউসে এসে হত্যা করার পরিকল্পনা করছিল বলে অভিযোগ। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) অভিনেতার প্রতি তার ঘৃণার কথা স্পষ্টভাবে বলেছেন, যা ৯০-এর দশকের কৃষ্ণসায়র শিকারের মামলার সঙ্গ জড়িত। বিষ্ণোই সম্প্রদায়ের 🌃কাছে কালো হরিণ পবিত্র। লরেন্স দাবি করেছেন যে সলমন খান রাজস্থানে গিয়ে ‘কৃষ্ণসার হরিণ হত্যা’ করেছে। আর একারণে তাঁকে ক্ষমা চাইতে হবে, নয়তো তাঁকে হত্যা করা হবে। উল্লেখ্য, আদালত সলমনের বিরুদ্ধে এই হরিণ শিকারের মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে।
সলমন খানের সাম্প্রতিক কাজ
সলমন সাম্প্রতিককালে এআর মুরুগাদোসের বলি⛄উড ছবি ‘সিকন্দর’-এ অভিনয় করেছেন। ইদের দিনে ছবিটি মুক্তি পেয়েছে, কিন্তু সেভাবে ছাไপ ফেলতে পারেনি। সিকন্দর বিশ্বব্যাপী মাত্র ২০০ কোটি টাকার ব্যবসা করে এবং ভারতে ১০৯ কোটি টাকা আয় করেছে।