লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগার অপেক্ষা চলছিল অনেকদিন ধরেই। এবার দেখাꦰ গেল প্রথম ঝলক। লিড রোলে ফিরছেন সুদীপ মুখোপাধ্যায়। আর 🌞সঙ্গে নায়িকা চরিত্রে অপরাজিতা ঘোষ দাস।
প্রথম প্রোমোতে দেখা গেল, ‘অধরা মাধুরী’তে প্রবেশ করছে ছেলের বাড়ির লোকেরা। বাড়ির মেয়ের জন্য সম্বন্ধ দেখতে এসেছে। রান্নাঘরে চ💝া বানাতে ব্যস্ত অপরাজিতা। গায়ে তার সাদা রঙের খাদির শাড়ি, তাতে কাল🌼ো রঙের পাড়। চোখে মোটা ফ্রেমের চশমা, কপালে কালো টিপ। গলায় সোনার সরু চেন।
আরও পড়ুন: দীর্ঘ সহবাস, ২৬ বছরের বড় দীপঙ্করে মেলেনি শারীরিক সুখ! বিয়ের ৫ বছরে কী লিখলেন দ🍸োলন
বরের বাড়ির লোকেদের সাদরে অভ্যর্থনা জানান সুদীপ। নিজের পরিচয় দিয়ে বলেন, ‘নমস্কার আমি স্বতন্ত্র বোস। আমি সম্পর্কে বুবলাইদের কাকা হই।’ আর তখনই উলটো দিক থেকে প্রশ্ন আসে, ‘আপনি ঠিক কীরকম কাকা হন’। যাতে 🦂অনিন্দ্য কোনো𝐆 জবাব না দিয়ে এরিয়ে যাওয়ার চেষ্টা করে।
তবে দেখা যায়, এগিয়ে এসে অপরাজিতা জবাব দেয়, ‘আমার স্বামীর বন্ধু ছিলেন তিনি’। এরপর ‘ও নিজে🃏র কেউ নয়’ প্রশ্নে ফের জবাব দেন, ‘নিজের লোকের থেকেও অনেক বেশি। আমার স্বামীর মৃত্যুর পর, নিজের লোককে পাশে পাইনি কিন্তু। এর চেয়ে বেশি নিজের আর কেউ নেই দিদি’।
আরও পড়ুন: সইফের চিকিৎসার 🐲খরচ ৩৫ লক্ষ! মেডিক্লেমের থেকে কত টাকা পেলেন ক✤রিনার বর?
লীনা আগেই জানিয়েছিলে♏ন যে, এই ধারাবাহিকে অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠবে। প্রোমোতে দেখা গেল অনসূয়া মজুমদারকে। ‘এখানে আকাশ নীল’ থেকে ‘একদিন প্রতিদিন’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’ -সহ একসময় বহু সুপার হিট সিরিয়ালের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস।
সুদীপ মুখোপাধ্যায়কে ‘রোশনাই’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল। তবে ‘চিরসখা’তে কাজ করার সুবাদে ওই𝔍 কাজ ছেড়েছেন বলেই খবর আসছে।