💝 সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পাওয়া এখন সময়ের অপেক্ষা। তার আগে পরিচালক তাঁর জীবনের কোন সত্যি প্রকাশ্যে আনলেন?
জীবনের কোন সত্যি নিয়ে কী জানালেন সৃজিত মুখোপাধ্যায়?
📖এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি ফিল্মমেকার হতে চাননি। বরং এই পেশাটা তাঁর পছন্দের প্রথম তিনটির মধ্যেও নেই। এই বিষয়ে পরিচালক জানিয়েছেন, 'সৃজিত হল ক্রিকেট ফ্যান। এটার পর মিউজিক। তারপর খাওয়া দাওয়া। তারপর সিনেমা।' সৃজিত মুখোপাধ্যায় এদিন আরও জানান, 'এত বছর ধরে আমার ছবি বানানোর কথা ছিল না। আমি আসলে এখানে ফেঁসে গেছি। আজীবন আমি ক্রিকেট সাংবাদিক হতে চেয়েছিলাম।'
☂সৃজিত মুখোপাধ্যায় এদিন আরও জানান তাঁর কাছে জীবনের ধ্রুব সত্য হল মৃত্যু। আর তিনি কখনই সত্যি মিথ্যে নিয়ে ভাবেন না। ভয় পান না। তাঁর কথায়, 'সব বিষয় নিয়েই আমি খোলামেলা ভাবে কথা বলতে পারি। এটা আমার শক্তি যেমন, এটাই দুর্বলতা।'
🧸চতুষ্কোণ এবং সত্যি বলে সত্যি কিছু নেই ছবি দুটোতে মিল আছে
🐻সৃজিত মুখোপাধ্যায় এদিন জানান চতুষ্কোণ এবং সত্যি বলে সত্যি কিছু নেই ছবি দুটোতে যে চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে সেই দুটো ছবি আদতে ঋতুপর্ণ ঘোষের করার কথা ছিল। অটোগ্রাফের পরই তিনি সত্যি বলে সত্যি কিছু নেই বানাবেন ঠিক করেছিলেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষের আকস্মিক মৃত্যুতে সেটা হয়নি।
♓সৃজিত এদিন আরও জানান, 'চতুষ্কোণের স্ক্রিপ্টও ঋতু দার ভালো লেগেছিল। কিন্তু সেটাও হয়নি। আর কাকতালীয় ভাবে দুটো ছবিতেই যে চরিত্র ঋতুপর্ণ ঘোষের করার কথা ছিল সেই দুটো চরিত্র পরম আর অঞ্জন দত্তের করার কথা ছিল যে চরিত্র দুটোর সেই দুটো কৌশিক দা করেছে।'
আরও পড়ুন: 🐠না জেনেই সইফ আলি খানকে হাসপাতালে পৌঁছান! অটোচালক বললেন, 'ঘাড় পিঠ দিয়ে রক্ত ঝরছিল'
🅺প্রসঙ্গত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অনুকরণে বানানো। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, প্রমুখকে দেখা যাবে।