কদিন আগে টলিউডের দুই তারকা সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর বিয়ে রীতিমতো নাটকীয় রূপ নেয়। সে যাই হোক, আপাতত দু পক্ষই মেনে নিয়েছেন যে অফিসিয়ালি তাঁরা ডিভোর্সড। ভাইরাল হ꧙ওয়া আদালতের নির্দেশনামা অনুযায়ী, সুদীপ ও সঞ্চারি (পৃথার আসল নাম) ২০২২ সালের আগস্ট মাস থেকে আলাদা আলাদা থাকছিলেন। আদালতে জমা পড়া সেই হলফনামায় উভয় পক্ষই জানিয়ে দিয়েছেন যে, তাঁরা আর একে অপরের সঙ্গে বৈবাহিক জীবন কাটাতে চান না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্য ওয়াল-এর কাছে সুদীপ জানিয়েছেন, তিনি আপাতত একাই থাকছেন। আর তাঁর যে বাড়ি, সেখানে দুই ছেলেকে নিয়ে থাকছেন পৃথা। সন্তানদের ভাগাভাগি নিয়ে সরাসরি কোনো কথা না বললেও, চিরসখা-র স্বতন্ত্র জানান, ডেইলি𓃲 সোপের মারাত্মক চাপ। তাই তাঁর দুই ছেলে, পোষ্য, পৃথা, সবাই একসঙ্গে। তিনিও সময় পেলে যান সেই বাড়িতে। সছেলেদের সঙ্গে গল্প খেলায় মজেন। এমনকী, পৃথার সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক এখনও।
আরও পড়ুন: আয় ৫০-১০০ কো෴টি, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ৭ পরিচালক কারা? ৫ জন সাউথের, ২ জন বলিউডের
সপ্তাহখানেক আগে পৃথা হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ♋ঘোষণা করে বসেন, তিনি ও সুদীপ ড🧔িভোর্স নিয়েছেন। আইনি প্রক্রিয়াও মিটেছে। এদিকে, সংবাদমাধ্যমের ফোনে রীতিমতো ১৮০ ডিগ্রি ঘুরে যান সুদীপ। জানান, পৃথা কী বলছে, তিনি বুঝতেই পারছেন না!
আরও পড়ুন: ‘আমার কাজ পুরো শেষ হয়ে গেಞল’! ফেডারে🦂শনের অসহযোগিতার মুখে এবার কি সুদেষ্ণা রায়?
এরপর সুদীপের তরফে ঘোষণা হয়, পৃথা নাকি সবটাই মজা করেছিলেন। ‘প্র্যাঙ্ক’ ছিল সেই পোস্ট। এরপর রীতিমতো সোশ্যাল মিডিয়ার আক্রমণের মুখে পড়েন পৃথা। এরকম একটা সেনসেটিভ ইস্যু নিয়ে ‘মস্করা’ করার দায় দিয়ে, হয় কটাক্ষ। অবশেষে সুদীপ মেনেই নেন, ডিভোর্সের কথা। জানিয়ে দেন যে, আসলেই তাঁরা আলাদা। পৃথার আচমকা পোস্টে তিনি একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই ব𒐪ুঝে উঠতে পারছিলেন না, কীভাবে প্রতিক্রিয়া দেওয়া উচিত।
তিন বছর প্রেম করার পর, ২০১৫ সালে বিয়ে করেন পৃথ ও সꩲুদীপ। বছরের শুরুতে বেশ ধুমধাম করে ১০ বছরের বিবাহবর্ষিকীও পলন করেছিলেন। তবে হঠাৎই যেন তাতে লেগছে ফুলস্টপ।