বাংলা নববর্ষেই সুখবর শুনিয়েছেন যিশু সেনগুপ্ত। অভিনেতা বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে শুরু করেছেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’। নতুন এই প্রযোজনা সংস্থার কথা সবেমাত্র ঘোষণা হয়েছে। খোলা হয়েছে সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ। তবে এরই মাঝে তৈর🌃ি হয়ে গিয়েছে যিশু-সৌরভের সেই সংস্🎃থার নামে একটি ফেক অ্যাকাউন্ট। আর সেটি নজর এড়ায়নি খোদ অভিনেতা-প্রযোজক যিশু সেনগুপ্তের।
১৮ এপ্রিল, শুক্রবার ইনস্টাস্টোরিতে সেই ফেক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে সকলকে সতর্ক করে দিয়েছেন। লিখেছেন, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। এই অ্যাকাউন💟্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। যাতে কেউ ভুলপথে চালিত না ন।’ যিশুর 🍃স্ক্রিনশট অনুযায়ী ফিল্ম প্রোডাকশন হাউস নামে খোলা হয়েছে অ্যাকাউন্টটি। সঙ্গে ব্যবহার করা হয়েছে যিশুর নতুন প্রযোজনা সংস্থার লোগো।
আ💮রও পড়ুন-‘জাট’ নিয়ে আইনি বিপাকে, সানি দেওল, রণদীপ হ♚ুদা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হল FIR
আরও পড়ু𒉰ন-'জানালা থেকে লম্বা একটা ফিতে পায়ের সঙ্গে বেঁধে…', কেমন আছেন? কী হয়েছে ৮৯-এর ধর্মেনඣ্দ্রর?

প্রসঙ্গত, পয়লা বৈশাখে নিজেদের নতুন প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। আর তাঁদের এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের ဣমহেশ ভাট। জানা🎉 যাচ্ছে যে, সিনেমা থেকে গান, বিনোদনের সমস্ত কিছু দর্শকরা উপহার পাবেন এই সংস্থা থেকে।
নিজের নতুন এই সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ স🅺ংস্থা প্রসঙ্গে এর আগে যিশু সেনগুপ্ত জানান, ‘আমি আর সৌরভ দুজনেই একটা প্রোডাকশন হাউস খুলেছি৷ সৌরভই প্রস্তাব দিয়েছিল। দুজন অভিনেতা এক জায়গায় এলে ফ্রিকশন তৈরি হতে পারে। কোথায় সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করেছি বিস্তর। সৌরভ স্পষ্ট জানে ও জীবন থেকে কী চায়। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওরকম কিছু রাখবো। তারপর জোকারের প্রিয় সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ মাথায় রেখেই এই নামকরন করা হয়।’
অন্যদিকে অভিনেতা সৌরভ দাস বলেছিলেন, ‘এমনটা নয় যে🐓 প্রযোজনা সংস্থার সব ছবিতে যে আমি বা যিশুদা থাকব। কনটেন্টের উপর নির্ভর করবে কাস্টিং। আমরা চেষ্টা করব নতুনদের কাজ দেওয়ার, নতুনদের সুযোগ দেওয়ার। আমরা সব কিছু তৈরি করতে চাই। ফিল্ম, ওটিটি, মিউজিক ভিডিয়ো সব। দর্শকদের উপহার দিতে চাই ভালো কনটেন্ট।’