গত ডিসেম💜্বর থেকেই ছোটপর্দায় শুরু হয়েছে নতুন শো, নাম ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আর এই শোয়ের হাত ধরেই সঞ্চালনায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী। ইতিমধ্যেই সুদীপ্তার হাত ধরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই শো। সম্প্রতি আরজি কর প্রতিবাদ আন্দ🐈োলনের সুবাদে চর্চায় থেকেছেন অভিনেত্রী। আর এবার সান বাংলার নতুন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মুখ হয়েছেন সুদীপ্তা।
আর সুদীপ্তার এই শোয়ের প্রথম পর্বের পর ফের একবার নতুন করে শুরু হয়েছে অডিশন পর্ব। আপনিও কি যেতে চান এই শোয়ে তাহলে চটপট পৌঁছে যেতেই পারেন অডিশন দিতে। কিন্তু কোথায় হচ্ছে এই অডিশনꦉ?
চ্যানেল কর্তৃপক্ষের পোস্ট থেকে জানা যাচ্ছে ২৩ থেকে ২৬শে জানুয়ারি, বাগবাজার সার্ব্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণ। দুপুর ১ টা থেকে শুরু হয়ে অডিশন চলব🎃ে রাত ১০টা অবধি। অডিশন দিতে আসার সময় অবশ্যই নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে। তবে অডিশনের জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য নেই বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ। দেখুন কী লেখা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের পোস্টে…।
আরও পড়ুন-ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্স মামলা চলছে, তখন করণবীরের চুমু দেওয়ার ছবি দিয়ে কী লি🌊খলেন বরখা?
আরও পড়ুন-অগোছালো ঘরে হঠাৎ পাওয়া, মায়ꦛের লেখা পুরনো ডায়েরি খুঁজে পেলেন রণজয়, কী আছে সেই ডায়েরিতে?
এই শো-এ দেখা মেলে বাংলার ঘরের লক🦋্ষ্মীদের অর্থাৎ মা-মেয়ে-বউমাদের। অনেকসময়ই নানান প্রতিকূলতার মুখে পড়ে থমকে যায় মেয়েদের স্বপ্নের উড়ান,আর এবার তাঁদের মুশকিল আসান হয়েছে সুদীপ্তার এই শো। যেখানে নানান মজার খেলায় সামিল হয়ে প্রতিদিন এক লাখ টাকা জিততে পারবে ‘হ🤪ার না মানা বাংলার লক্ষ্মীরা’।
আর এই শো আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জি বাংলার দিদি নম্বর ওয়াඣন-এর সঙ্গে সুদীপ্তার এই শোয়ের প্রতি TRP প্রতিযোগিতা। এদিকে ভোটে দাঁড়ানোর পর থেকে নানান বিতর্কে কিছুটা হলেও জনপ্রিয়তায় ঘাটতি পড়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই টিআরপি তালিকা বলছে দিদি নম্বর ১ শো-এর নম্বর হালে খানিক পড়তির দিকে। ইতিমধ্যেই তাই বদলেও গিয়েছে এই শোয়ের টাইমিং। বিকাল ৫টার বদলে এখন ৪.৩০ থেকে সম্প্রচারিত হচ্ছে দিদি নম্বর ১। আর তাই অনেকেই এখন বলছেন সুদীপ্তাই এখন দিদি নম্বর ২। সত্যিই 🍸কি তাই? কী মত সুদীপ্তার?
এবিষয়ে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘একটা শো যখন এসেছে, আমার কাজটা আমি মন দিতে করার চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমাকে দিদি বলে ডাকেন, সেটা আমি খারাপভাবে ধরিনা। কারণ ওঁরা আমাকে ভালোবেসে, বা আমার কাজকে সম্মান জানিয়ে ডাকেন এভাবে ডাকেন। আর নাম্বারিং🎃-এ আমি বিশ্বাস করি না’।