𝓡 স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যর গোপনে প্রেম করেছেন, যা পূর্ণতা পায়নি? অভিনেতাকে চিঠি লিখলেন অভিনেত্রী। কিন্তু ভাবছেন এসব কী? সত্যিই কি তাঁরা সম্পর্কে জড়িয়েছেন? না, ব্যাপারটা একদমই তাই নয়। তাঁরা দুজন সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন সেখানেই দুজন মিলে একধিক অপূর্ণ প্রেমের চিঠি, লেখা পাঠ করেন।
আরও পড়ুন: ♓কৌশিককে 'কষ্ট' দিয়েছেন পরমব্রত! সমাজ মাধ্যমে 'মৃত্যুঞ্জয় কর'-এর নামে কী অভিযোগ আনলেন পরিচালক?
আরও পড়ুন: ༒৩ দিনে বিশ্বজুড়ে ৩০ কোটি আয়ের পরও সিকান্দরের থেকে পিছিয়ে জাঠ! কী অবস্থা সলমনের ছবির?
কী ঘটেছে?
༺কেসিসি বৈঠকখানা আয়োজিত একটি ইভেন্টে শনিবার হাজির ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। সেখানেই এদিন তাঁদের দুজনকে এই অপূর্ণ প্রেমের চিঠিগুলো পাঠ করতে শোনা যায়।
🅘এদিনের এই ইভেন্টে অনির্বাণ ভট্টাচার্যকে কালো টিশার্ট এবং জিন্স পরে ক্যাজুয়াল লুকে আসতে দেখা যায়। অন্যদিকে স্বস্তিকার পরনে ছিল কালো শাড়ি, কপালে লাল বড় টিপ, মানানসই মেকআপ এবং লম্বা কানের দুল। অভিনেত্রীর চোখে ছিল কালো বড় মোটা ফ্রেমের চশমাও।
আরও পড়ুন: ༺মা হতে না হতেই দিলেন সুখবর! রহস্যে মোড়া সিরিজে কোন তারকার হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে অনিন্দিতার?
💛এদিন স্বস্তিকা এবং অনির্বাণের চিঠি পাঠের মাধ্যমে এমন একধিক অপূর্ণ থেকে যাওয়া প্রেমের কথা ফুটে উঠল যা রোজের অভ্যাস ছিল বহুদিন, যা শেষ হলেও মনে, অবচেতনে থেকে গিয়েছে। আর সেই সব প্রেম যেন বারবার লেখা, কবিতা, গল্পে ফুটে উঠেছে, যে প্রেমগুলো অপূর্ণ থাকলেও ঐতিহাসিক হয়ে উঠেছে।
❀স্বস্তিকা এবং অনির্বাণ এদিন যে দুই চরিত্রের অপূর্ণ প্রেমের চিঠি পাঠ করলেন তাঁরা হলেন অমৃতা প্রীতম এবং ইমরোজ। কথায় কথায় উঠে এল শিল্পী ফ্রিডা কাহলো এবং তাঁর প্রেমিক দিয়েগো রিভেরার কথাও। না, কেবল অমৃতা প্রীতমের চিঠি নয়, এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য পড়েন রানু মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে যে চিঠি লিখেছিলেন সেটাও। সঙ্গে ছিল অস্কার ওয়াইল্ড কারাগারে বন্দি থাকাকালীন বন্ধু, প্রেমিক লর্ড আলফ্রেড ডগলাসকে যে চিঠি লিখেছিলেন সেটাও।
আরও পড়ুন: 💖'ইন্ডিয়ান আইডল আমার কাছে ট্রমা', বিস্ফোরক দাবি অনিরুদ্ধের, মানসী জেতার পর উঠছে ‘চিটিং’য়ের অভিযোগ!
𝓀অর্থাৎ শনিবারের এই গোটা ইভেন্ট ছিল অপূর্ণ প্রেমের চিঠি দিয়েই সাজানো। আর সেই সমস্ত চিঠি পাঠ করেন টলিউডের এই দুই খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী।