গত রবিবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে থাকুরপুকুর বাজারের মধ্যে গাড়ি ঢুকিয়ে একজনকে পিষে দেন ভিডিয়ো বৌমার পরিচালক ভিক্টো। 𓆏ধাক্কা মারেন আরও বেশ কয়েকজনকে। এমনি অভিযোগ উঠেছে। এবার সেই ঘটনায় পুলিশ পরিচালকের নৈশ পার্টির সঙ্গীদের ♔জেরা করার কথা ভাবছে?
আরও পড়ুন: স্মৃতি ফিরতেই 𝕴বাবার মুখোমুখি রোশনাই, কিন্꧃তু জানতে পারবে কি তার আসল পরিচয়?
কী ঘটেছে?
সূত্রের খবর ৫ মার্চ রাতে ভিক্টো পানশালায়𓂃 কাদের সঙ্গে পার্টি করেছেন, তাঁর সঙ্গীরা কে কে ছিলেন সেখানে তাঁদের সবাইকেও পুলিশ জেরা করতে চাইছে বলেই জানা গিয়েছে। যদিও ইতিমধ্যেই পুলিশের তরফে সেদিন গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের এবং ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসকে জেরা করা হয়েছে।
জানা গ🔯িয়েছে লালবাজারের গোয়েন্দারা তদন্ত করে দেখছেন যে তাঁদের সঙ্গে সেই রাতে পানশালায় কারা ছিলেন, পানশালা থেকে বেরিয়ে ভিক্টো এবং তাঁর সঙ্গীরা কোথায় গিয়েছিলেন, গাড়িতে আর কিছু ছিল কিনা, মাঝরাস্তায় আর কেউ নেমে গিয়েছেন কিনা সমস্তটাই। শুধু তাই নয়, মাঝরাস্তায় তাঁদের গাড়িতে কেউ উঠেছিলেন কিনা, শ্রিয়া বা ঋ ছাড়া আর কেউ ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছ꧃ে।
আরও পড়ুন: কৌশিককে '🍨কষ্ট' দিয়েছেন পরমব্রত! সমাজ মাধ্যমে 'মৃত্যুঞ্জয় কর'-এর নামে�� কী অভিযোগ আনলেন পরিচালক?
আরও পড়ুন: ইতিহাসের 🍃অপূর্ণ প্রেমের গꦑল্পের গভীরতায় ডুব স্বস্তিকা-অনির্বাণের! উঠে এল কাদের কথা?
এদিন এও জানা গিয়েছে যে আরিয়ান ভৌমিকের বাড়ি♔ থেকে দুর্ঘটনাস্থলের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ভিক্টোর ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছেন আগামী ১৬ এপ্রিল ফের তাঁকে আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, সান বাংলা চ্যানেলের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, এবং ইউটিউবার স্যান্ডি সাহা। এঁরা প্রত্যেকেই ‘ভিডিয়ো বৌদি’ ধারাবাহিকের ভালো রেটিংয়ের জন্য সেদিন সেলিব্রেশন করতে গিয়েছিলেন। তারপর তাঁরা ২টি আলাদা গাড়িতে ফিরছিলেন, তারমধ্যে একটি গাড়িই এই দুর্ঘটনা ঘটায় বলেই অভিযোগ। অন্যদিকে আরিয়ান তাঁর নিজের গাড়িতে বাড়ি ফিরে যান। পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্তের গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ, স্যান্ডি এবং শ্রিয়া। যদিও স্যান্ডি সাহা দাবি করেন যে তিনি মাধরাস্তায় গাড়ি থেকে নেমে গিয়েছিলেন।