Bangla Naboborsho 1432: ꦆবাঙালির প্রাণের পার্বণ পয়লা বৈশাখ তথা নববর্ষের প্রথম দিন। এই দিন একাধারে যেমন বাঙালি রীতিনীতি ফিরে আসে সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে, তেমনই ফিরে আসে ছোটবেলার পরিচিত নানা সুন্দর মুহূর্ত। পয়লা বৈশাখের দিন নিম হলুদ দিয়ে স্নান করাও অনেকের বাড়িতে এক বিশেষ রীতি। কিন্তু কেন এই রীতির প্রচলন? আর কীভাবেই বা শুরু?
পয়লা বৈশাখে নিম হলুদ দিয়ে স্নানের রীতি
♉পয়লা বৈশাখে সকাল সকাল নিম আর হলুদ একসঙ্গে বেটে নিতে হয়। এর শিলে বাটা এই মিহি মিশ্রণ গায়ে মেখে স্নান করতে যাওয়ার রীতি রয়েছে বাংলায়। শুভ দিনের সঙ্গে হলুদ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই সরস্বতী পুজোর সকালে হোক দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিতে যাওয়ার আগে স্নানের সময় হোক, অনেক বাড়িতেই নিম হলুদ মেখে নেওয়ার রীতি রয়েছে। নিম হলুদ মেখে স্নানের রীতি কবে থেকে প্রচলিত তা আজ আর জানা যায় না। তবে এর যে বহু উপকারিতা, সে কথা অস্বীকারের উপায় নেই।
আরও পড়ুন - ꦫBangla Naboborsho Recipe: পয়লা বৈশাখে পাতে ইলিশ মাস্ট? রেঁধে ফেলুন ইলিশ কাসুন্দি, আঙুল চাটবে অতিথিরাও
নিম হলুদ মেখে স্নানের উপকারিতা
- সাবান যেমন আমাদের গায়ের ময়লা ধুয়েমুছে সাফ করে দেয়, তেমনই কাজ করে নিম হলুদ। নিম আর হলুদ, দুইয়ের মধ্যেই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এই বিশেষ গুণের জন্য এটি ত্বকের উপর জমে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি ধুয়ে সাফ করে দেয়। এই উপকারিতা কিন্তু এখনকার ভেজাল মেশানো সাবান থেকে পাওয়া দুর্লভ।
- অন্যদিকে নিম ও হলুদ দুইয়ের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। এই দুটি উপাদানের জন্য ত্বক একদিকে যেমন পুষ্টি পায়, তেমনই অন্যদিকে ত্বকের বহু রোগও সেরে যায়। সাবান থেকে এই দুই ধরনের উপকারিতা একসঙ্গে পাওয়া বেশ কঠিন।
- নিম একদিকে যেমন রোগের বিরুদ্ধে লড়াই করে, তেমনই হলুদ অন্যদিকে ত্বকের জেল্লা বাড়িয়ে দেয়। তাই ত্বক উজ্জ্বল করতেও এই ভূমিকা অস্বীকার করা যায় না।