কথায় বলে, হাওয়া খেলেই নাকি বেড়ে যায় ওজন। আসলে কম পরিমাণে খেলেও নিজের অজান্তেই আমরা এমন কিছু খাবার খেয়♎ে ফেলি, যা আমাদের শরীরে মেদ হুড়মুড়িয়ে বাড়িয়ে দেয়। আমরা বুঝে উঠতেও পারি না। আর এটাই বুঝে গিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর যুবক। এইভাবে মাত্র ১০ খাবার এড়িয়ে গিয়েই ১১৫ কিলো থেকে ৮০ কিলো ♏ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ফ্যানেদের অনুপ্রেরণা জোগানোর জন্য ইনস্টাগ্রামে তাঁর এই আশ্চর্যজনক ওজন কমানোর জার্নির কিছু অংশও শেয়ার করেছেন।
আরও পড়ুন: (রাতে ব্যবহার করা বাসন না ধুয়েই সিঙ্কে রেখে দেন? ঠিক কোন বিপদ ডে𒈔কে আনছেন জেনে﷽ নিন)
ওজন কমানোর জন্য কোন ১০ খাবার এড়িয়ে চলবেন
- মিষ্টি ব্রেকফাস্ট:
স্বাস্থ্যকর বলা হয় এমন অনেক দানা শস্যে প্রচুর চিনি থাকে এবং পর্যাপ্ত ফা𝐆ইবারও থাকে না। তাই ব্রেকফাস্টে চিনি ছাড়া গোটা শস্যের🔥 কোনও খাবার বা ওট খান।
- ফ্লেবার-যুক্ত দই:
ফলের স্বাদযুক্ত দইতে প্রায়শই অতির🍒িক্ত চিনি থাকে। তাই সাধারণ গ্রীক দই বেছে নিন, আর স্বাদের জ✤ন্য তাজা ফল যোগ করতে পারেন।
- ইনস্ট্যান্ট নুডলস:
ইনস্ট্যান্ট নুডলস দ্রুত তৈরি করা যায় ঠিকই, কিন্তু এটা অত্যন্ত অস্বাস্থ্যকর কার্বোহাইড্রেট,൲ নুন এবং চর্বিতে পূর্ণ। তাই গোটা শস্যের নুডলস খেয়ে দেখুন বা তাজা সবজি দিয়ে ঘর🥀ে তৈরি নুডল স্যুপ খেতে থাকুন।
- বেশি চিনিযুক্ত পানীয়:
প্যাকেটজাত ফলের রস, মিষ্টি চা এবং এনার্জি ড্রিংকসে প্রচুর চিনি এবং ক্যালোরি থাকে। পরি♍বর্তে চিনি ছাড়া জল, হার্বাল চা বা পানীয় পান করুন।