Optical Illusion Test: অপটিক্যাল ইলিউশন একদিকে যেমন চোখের পরীক্ষা নেয়, তেমনই অন্যদিকে মস্তিষ্কের পরীক্ষা। কখনও কখনও এই ধরনের ধা🎃ঁধা মানুষের মন মানসিকতার হদিসও দিতে সক্ষম। তবে আজকের ধাঁধা কেবলমাত্র চোখের পরীক্ষা করার জন্যই। এই ধাঁধার মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম তফাত। যা দৃষ্টিশক্তির পরীক্ষা নেবে সময়ের ভিত্তিতে।
খুঁজতে হবে 666
ইংরেজি সংখ্যামালার 9 কে উল্টো করে লিখলে 6 পাওয়া যায়। অনেক সময় 6 আর 90 পাশাপাশি বসলে গুলিয়েও যায় অনেকের। ছবির মধ্যে এতগুলো ‘999’-র মাঝে লুকিয়ে রয়েছে একটি 666। সেটিই খুঁজে বার করা এই অপটি🐽ক্যাল ইল♈িউশনের চ্যালেঞ্জ।
কার চোখের ক্ষমতা কেমন?
যদি আ🐟পনি 666-কে ৩-৫ সেকেন্ডের মধ্যে দেখতে পান, তাহলে আপনার কাছে চোখের ভিজ্যুয়াল কর্টেক্স সুপারচার্জড। অর্থাৎ দৃষ্টি🦋শক্তি তুখোড়। বিভিন্ন ধরনের কোড ব্রেকার, তথ্য বিশ্লেষক এবং দাবা খেলোয়াড়দের সাধারণত এই ধরণের দৃষ্টিশক্তি দেখতে পাওয়া দেখা যায়।
যদি আপনার খুঁজে বার করতে ৬-১০ সেকেন্ড সময় লাগে, তাহলে চিন্তা করবেন না, তাহলেও আপনার দৃষ্টিশক্তি গড় দৃষ্টিশক্তির চেয়ে 𝓀অনেকটাই বেশি।
যদি এখনও খুঁজে না পান, তাহলে একটু নিচে স্ক্রোল করতে হবে।𝓰♛ সেখানেই দেওয়া রয়েছে আসল উত্তরটি।