'শরবত জেহাদ' নিয়ে মন্তব্য করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে পুলিꦑশে♋র কাছে অভিযোগ দায়ের করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং ভোপালের টিটি নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(এ) এব𒅌ং ২৯৯ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
রামদেবের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও🎶র দিকে ইঙ্গিত করেছেন ওই কংগ্রꦫেস নেতা, যা তিনি দাবি করেছেন যে ধর্মীয় ভাবাবেগ জাগিয়ে তুলতে এবং পতঞ্জলি আয়ুর্বেদ পণ্যের বিক্রি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল।
পতঞ্জলির 'গুলাব শরবত'-এর প্রচারে গিয়ে রামদেব দাবি করেন, একটি প্রতিযোগী শরবত সংস্থার আয় মাদ্রাসা ও মসজিদের তহবিলে ☂ব্যবহার করা হচ্ছে।
ওই কংগ্রেস নেতা আরও অভিযোগ করেন, রামদেব পতঞ্জলি থেকে একই ধরনের পণ্যের প্রচার করতে গিয়ে ওই ধরনের শরবতকে꧋ 'শরবত জেহাদ' বলে উল্লেখ করেছেন।
এর আগে সাংবাদিক সম্মেলন করে দিগ্বিজয় সিং অভিযোগ করেন, 'ব্যবসায়ী' রামদেব ধর্ম ও জাতীয়তাবাদের সাহায্য নিয়ে ক🐲োটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন।
তাঁর অভিযোগ, পতঞ্জলির বহু প্রোডাক্ট নির্ধ💎ারিত মান পূরণ করতে ব্যর্থ হয়েছে, আবার বেশ কয়েকটি প্রোডাক্ট আদালত নিষিদ্ধ করেছে।
'দেশ জানে রামদেব হামদর্দকে টার্গেট করছিল কিন্তু তার নাম করেননি'
তিনি বলেন, 'দেশ জানে রামদেব নাম না ক🏅রে হামদর্দ কোম্পানির দিকে আঙুল তুলেছেন।
তাঁর অভিযোগে দিগ্বিজয় সিং যুক্তি দিয়েছিলেন যে রামদেব ‘রুহ আফজা’ শরবতের বিরোধিতা করেছেন, শুধুমাত্র কোম্পানির মালিক একজন মুসলিম হওয়ার কারণে, বিদ্বেষমূলক বক্তব্যের সমান। তিনি বলেন, কথিত শরবত বিক্রিকে ♌'শরবত জেহাদ' বলা অসাংবিধানিক।
দিগ্বিজয় সিং পুলিশকে মামলা দায়ের করে যথাযথ🍷 ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যে ব্যক্ত꧟ি (রামদেব) বিদ্যমান আইনে অপরাধ করেছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছি, তিনি আরও বলেন, এফআইআর নথিভুক্ত না হলে তিনি এক সপ্তাহ পরে আদালতের দ্বারস্থ হবেন।
পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রশ্মি আগরওয়াল জানিয়েছেন, দিগ্বিজয় সিং রামদেবের বিরুদ্ধে মানুষের ধর্মীয় ♔ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে এফআইআর 🧸নথিভুক্ত করার অনুরোধ করেছেন।
আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'আমরা অভিযোগের তদন্ত করছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
পিটিআই ইনপুট সহ