🔥ভার্গবস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেম। ভারত এবার অত্য়ন্ত সফলভাবে মাইক্রো মিসাইল সিস্টেমের পরীক্ষায় পুরোপুরি সফল হল। ড্রোনকে রুখতে অত্যন্ত কার্যকরী এই পদক্ষেপ। চলতি সপ্তাহে গোপালপুর সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে এই সফল পরীক্ষা হয়েছে।
♐ভারতীয় সেনার জন্য এই মাইক্রো মিসাইল সিস্টেম তৈরি হয়েছে। সিনিয়র সেনা আধিকারিকরা গোটা পরিস্থিতির উপর নজর রেখেছিলেন।
♔এই সিস্টেম সম্পর্কে একাধিক বিষয়গুলি জেনে নিন।
ꩲ১) গোপালপুর সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে এটার পরীক্ষা হয়েছে।
🐭২) ৬ কিমি দূরে থাকা ছোট্ট ড্রোনকেও চিহ্নিত করে ফেলে এই সিস্টেম।
🥃৩) ৬৪টি মাইক্রো মিসাইল এক সঙ্গে ফায়ার করা সম্ভব।
💎৪) ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড সিস্টেম এই গোটা সিস্টেমটি তৈরি করতে সহায়তা করেছে।
🐠৫) সমস্ত ধরনের ভূ পরিস্থিতিতে এই সিস্টেম কার্যকরী হবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে
൲এই সিস্টেম ৬ কিমি দূরে থাকা একেবারে ছোট্ট ড্রোনকেও ধ্বংস করে দিতে পারবে। আর্মি এয়ার ডিফেন্সের জন্য় এটা তৈরি করা হলেও ভারতের বায়ুসেনা এটা নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছে।
♚এদিকে বর্তমানে ড্রোন একটা বড় চ্যালেঞ্জের বিষয়। মূলত শত্রু দেশের ড্রোন। তবে এবার ভারতও সেই ড্রোন রুখতে একেবারে দেশীয় সিস্টেমের পরীক্ষায় পুরো সফল হয়ে গেল। এটা দেশের সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক।