গত বছর কেরলের ওয়ানাড়ে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের ফলে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। এছড়াও নিখোঁজ হয়েছিলেন বহু মানুষ। তবে এখনও পর্যন্ত নিখোঁজদের না পাওয়ায় ৫ মাস পর তাদের মৃত ঘোষণা করতে চলেছে কেরল সরকার। প্রশাসনের হিসেব অনুযায়ী, গ🐽ত ৩০ জুলাই পুনচিরিমাত্তম, চুরামালা এবং মুন্ডক্কাই গ্রামে ভূমিধসের ফলে নিখোঁজ হয়েছিলেন ৩৫ জন। এছাড়াও নিহত হয়েছিলেন ২৬৩ জন। সরকারি সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মৃত ঘোষণা করার লক্ষ্য হল তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা।
আরও পড়ুন: খুব বিপদ! ক⛎েরলে ধসের খবর প্রথম দিয়েছিলেন যে ম𝔍হিলা তাঁর কী হল?
এই অবস্থায় মৃতদের পরিবারকে শংসাপত্র দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করবে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগেই তাঁদের নামে থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। রেশন কার্ড এবং পাসবুকের মতো প্রয়োজনীয় নথিপত্র জমা নেওয়া হয়েছে। মহকুমা শাসক এরপর তদন্ত করে দেখবেন। পরে সরকারি বিজ্ঞপ্তি ꦅঅফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৃত্যু শংসাপত্র ইস্যু করার আগে আপত্তি থাকলে ৩০ দিনের সময় দেওয়া হবে।
রাজস্ব ও আবাসন প্রি👍ন্সিপাল সেক্রেটারি টিঙ্কু বিসওয়ালের জারি করা আদেশ অনুসারে, প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য-স্তরের এবং স্থানীয়-স্তরের কমিটি গঠন করা হবে। ✱গ্রাম আধিকারিক, পঞ্চায়েত সচিব এবং স্টেশন হাউস অফিসারের সমন্বয়ে স্থানীয়-স্তরের কমিটি বিস্তারিত তথ্য যাচাই করবে এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি তা নিশ্চিত করে বিশেষ তদন্ত রিপোর্ট তৈরি করবে।