তেলেঙ্গানায় কাচবন্ধ গাড়ির ভিতরে আটকে দমবন্ধ হয়ে ২ শিশুকন্যার মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা মণ্ডলের দামারগিদ্দা গ্রামে । মৃত শিশুদের নাম থানি শ্রী (৫) ও অভিনেত্রী (৪)। সম্পর্কে 🎶তারা🍒 দুই বোন।
আরও পড়ুন-ওয়াশরুমে ব🅠ান্ধবী, রুমে আত্মহত্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের! নয়ডার ജহোটেলে রহস্য দানা বাঁধছে
জানা গেছে, এক আত্মীয়ের বিয়ে নিয়ে আলোচনা করতে তাদের মা-বাবা ২ শিশুকন্যাকে নিয়ে ঠাকুরদার বাড়ি গিয়েছিলেন। বড়রা যখন আলোচনায় মশগুল, কেউই খেয়াল করেননি বাইরে এসে খেলতে খেলতে বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে উঠে পড়ে দুই বোন। এরপর তারা ভুল করে গাড়ির দরজা লক করে দেয়। অন্যদিকে, বেশ কিছুক্ষণ তাদের উপস্থিতি কেউ টেরও পায়নি । তবে অনেকটা সময় কেটে গেলে পরিবারের সদস্যরা দুই বোনকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে গাড়ির ভিতরে অচেতন অবস্থায় দু'জনকে উদ্ধার করা হয়। এরপরেই দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা দুই বোনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তে🐷লেঙ্গানার রানগারেদ্দিতে। এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ𝔍। গাড়ির দরজা কীভাবে লক করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন-ওয়👍াশরুমে বান্ধবী, রুমে আত্মহত্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের! নয়ডার হোটেলে রহস্য দানা বাঁধছে
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে মধ্যপ্রদেশের এক শরণার্থী পরিবারেরও এমনই পরিণতি হয়েছিল। দুর্ঘটনাবশত পরিবারের ৪ শিশু গুজরাটের আমরেলি জেলার রান্ধিয়া গ্রামে পার্ক করা গাড়ির ভিতরে দমবন্ধ হয়ে মারা যান।জানা গেছে, দুই থেকে সাত বছর বয়সি শিশুরা কাছাকাছি খেলছিল। এরপর চাবি খুঁজে পেয়ে তারা গাড়িতে ঢুকে পড়ে। দরজা খুলতে না পেরে, গাড়ির মধ্যেই আটকে পড়ে 🍎তারা। তাদের বাবা-মা কাজ থেকে ফিরে এসে শিশুদের মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু পুত্র এবং দুই শিশু কন্যা ছিল।তেলেঙ্গানায় একইভাবে ২ শিশুকন্যার মৃত্যু হয়েছে।