🍒 বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের ঠিক আগে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে। সদ্য এক ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার কণ্ঠে (অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) চূড়ান্ত হুঁশিয়ারির সুর শোনা যায়।
🃏এই অডিয়ো বার্তায় মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভের পারদ তুঙ্গে রেখে শেখ হাসিনা বলেন,'আমি আরেকটা খবর দিতে চাই। শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনুস কিন্তু সাজা প্রাপ্ত আসামি।' হাসিনা দাবি করেন, অপপ্রচার চালিয়ে ইউনুস দখল করেছে ক্ষমতা। হাসিনা এদিন, ইউনুস সেন্টারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন।
♋শেখ হাসিনা বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দুদের ওপর যেমন অত্যাচার হয়েছে, তেমনই খ্রিস্টান, বৌদ্ধদের ওপর হয়েছে। তাঁর ক্ষমতার দর্পে গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে।’ তিনি বলেন,'মানবতাবিরোধী কাজ ইউনুস করে যাচ্ছে।' 'আসামি, দোষী, জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। চরম দুর্নীতি করে গ্রামী ফোন , গ্রামীন ব্যাঙ্কের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। আজ বিদেশে শত শত কোটি টাকার সম্পত্তি। কোথা থেকে আসল? কার টাকা? মানুষের টাকা।' তিনি বলেন,'কারাগার ভর্তি আজ আওয়ামি লিগের নেতা, কর্মীরা রয়েছেন।… পালাবার পথ পাবে না, এত অবিচার, এত অন্যায়, ক্ষমতায় বসে মজা করে খাবে, সে খাবার ক্ষমতা থাকবে না, এত মানুষের চোখের জল.. এত মানুষের অভিশাপ এর যে কপালে কী দুর্ভোগ আছে।' হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, আগুন নিয়ে খেলছে তো.. এই আগুনে তারাও একদিন জ্বলেপুড়ে ছারখার হবে।’
⭕ওই অডিয়োতে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, ‘চক্রান্তটা শুরু হয়েছিল ২০২২ সাল থেকে, কিছুতেই আমাকে ক্ষমতায় থাকতে দেবে না।’ হাসিনা বলেন, পাকিস্তান আর্মি গুলি করে হত্যা করত, এরা পিটিয়ে মারধর করে। তিনি বলেন,'বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) এবং জামায়াতে ইসলামি (রাজনৈতিক) হত্যা এবং হয়রানি চালাচ্ছে (আওয়ামি লিগ নেতাদের)।' শেখ হাসিনা বলেন, ইউনুস জমানায় তাঁর বিরুদ্ধে ২৮৮ টি মামলা ছিলই, সঙ্গে আরও একটি যোগ হয়েছে। হাসিনা বলেন, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে, তাঁর প্রশ্ন, ‘রাষ্ট্রটা কার?… আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, সংসদে আমি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি। সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রিত্ব বৈধ ও সাংবিধানিক। ইউনুস,পরিকল্পনা করে, সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছে, তাঁর কোনও জনমত নেই। সাংবিধানিক ভিত্তি নেই, সে দেয় আমার বিরুদ্ধে মামলা! যে নিজে রাষ্ট্রদ্রোহীর কাজ করেছে।’