Rafale Vs JF 17 Fighter Jet: চিনা JF-17 যুদ্ধবিমানের জন্যে পাকিস্তানের কাছে হাত পাতল বাংলাদেশ, তুলনায় কতটা এগিয়ে রাফাল? Updated: 18 Jan 2025, 11:42 AM IST Abhijit Chowdhury চিনে তৈরি যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের কাছে আগ্রহণ প্রকাশ বাংলাদেশের। জানা গিয়েছে, বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান সম্প্রতি পাক সেনা প্রধানের সঙ্গে দেখা করে জেএফ-১৭ থান্ডর যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।